নিজস্ব প্রতিবেদক: সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী শহর দিল্লি আর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৫ম অবস্থানে।
আরও পড়ুন: বায়ুদূষণে ঢাকা ৭ম স্থানে
রোববার (১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচকে এ তথ্য জানানো হয়েছে।
সূচকে জানানো হয়েছে, রোববার সকাল ৮টা ৫০ মিনিটে একিউআই স্কোর ১৯৩ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে “অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে ভারতের দিল্লি, ঘানার আক্রা ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৬৯, ২০৩ ও ১৯৯ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে।
সান নিউজ/এএন