নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বায়ুদূষণে ৩য় স্থানে রাজধানী ঢাকার অবস্থান। এ সময় শহরের আইকিউএয়ারের বাতাসের মানসূচকে স্কোর ১৭৩ এই মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
বুধবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ সকল তথ্য জানা যায়।গিত কিছু দিন বৃষ্টির জন্য বাতাসের মান কিছুটা ভালো ছিলো। এরপর আবার এ দূষণ বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন: রাজধানীর বায়ুর মানের উন্নতি
বুধবার সকাল সোয়া ৯টায় বায়ুদূষণেরবায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ইরাকের বাগদাদ শহরের স্কোর ছিলো ২১৫। এ শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
২য় স্থানে অবস্থান করা ভারতের দিল্লি। এ শহরের স্কোর ছিলো ১৮১ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সান নিউজ/এমএইচ