নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান নবম। এ দিন ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: ৩ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার (১৪ মে) বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্সের) থেকে এ তথ্য জানা গেছে।
দূষণমাত্রার তালিকার শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ৩৩১। অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক। এরপর রয়েছে দেশটির আরেক শহর মুম্বাই। এ শহরের দূষণ স্কোর ১৮৬। অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এরপরে রয়েছে পাকিস্তানের লাহোর, দূষণ স্কোর ১৭৩। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
আরও পড়ুন: ডোনাল্ড লু ঢাকায় আসছেন আজ
এ তালিকায় ঢাকা রয়েছে ৯ নম্বরে, দূষণ স্কোর ১২২। অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর। বিশেষ করে যারা ফুসফুসজনিত রোগে আক্রান্ত ও অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের জন্য ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।
স্কোর ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর বায়ু, স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সান নিউজ/এনজে