নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের পর রাজধানী ঢাকায় কালবৈশাখীর দেখা মিলেছে। গত ২ দিনের বৃষ্টির কারণে নগরবাসীর মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। সেই সাথে এখানকার বাতাসের মানেও উন্নতি হয়েছে। বৃষ্টির পর দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ ১১ নম্বরে রয়েছে।
আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মঙ্গলবার (৭ মে) সকাল ৮টা ৫৬ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এ দিন বায়ুদূষণের তালিকায় ৩৬০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। লাহোরের স্কোর ২১২। অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস
অপরদিকে রাজধানী ঢাকা ১১৭ স্কোর নিয়ে রয়েছে দূষণ তালিকায় ১১ নম্বরে রয়েছে। বাতাসের এ মান বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যারা ফুসফুসজনিত রোগ ও অ্যাজমাসহ এ ধরনের জটিল রোগে আক্রান্ত, তাদের জন্য ঢাকার বাতাস অস্বাস্থ্যকর।
সান নিউজ/এনজে