আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬। তবে এ পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২০
শুক্রবার (৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
দেশটির ভূমিকম্প এবং আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (পিআইভিএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিষয়টি নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশের উপকূলীয় শহর দুলাংয়ের সাগর তীর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সমুদ্রের তলদেশের ৮ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির উৎপত্তিস্থল।
আরও পড়ুন: আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি
এ ভূমিকম্পের প্রধান কারণ ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের অবস্থান পরিবর্তন। একই কারণে নিকট ভবিষ্যতে এ অঞ্চলে আবারও ভূমিকম্প দেখা দিতে পারে বলে জানিয়েছে পিভিআইএস।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার অঞ্চলের টেকটোনিক প্লেটের ওপর অবস্থান হওয়ার কারণে ফিলিপাইনে ছোট-বড় মাত্রার ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা। সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড
সান নিউজ/এনজে