ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ বিশ্ব ধরিত্রী দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতিবছর এ দিনে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ব ধরিত্রী দিবস উৎযাপন করা হয়।

আরও পড়ুন: বিশ্ব আবহাওয়া দিবস

এবার দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে ‘পৃথিবী বনাম প্লাস্টিক’। অর্থাৎ আমাদের যেকোনো একটিকে বেছে নিতে হবে।

সোমবার (২২ এপ্রিল) দিবসটি উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পলিথিন ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মূকাভিনয় ‍ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ব ধরিত্রী দিবস জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস। ১৯৭০ সালে সর্বপ্রথম দিবসটি পালিত হয়। বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়। বর্তমানে প্রতিবছর ১৯৩টি দেশে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়।

আরও পড়ুন: লিপ ডে, বছরের অতিরিক্ত একটি দিন

বিশ্বের প্রাকৃতিক পরিবেশ ক্রমে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। ১৯৬০ সালের শুরুর দিকে বিষয়টি নিয়ে চিন্তা করেন মার্কিন সিনেটর গেলর্ড নেলসন।

তিনি ১৯৬২ সালের শেষের দিকে অ্যাটর্নি জেনারেল রবার্ট কেনেডির কাছে বিষয়টি আলাপ করার জন্য ওয়াশিংটন যান। কেনেডি বিষয়টি বেশ পছন্দ করেন। পরের বছর ১৯৬৩ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টর একাদশ-রাষ্ট্র সংলাপে বিষয়টি নিয়ে আলোচনার কথা ছিল।

তবে সে সময় এ নিয়ে ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি। কিন্তু প্রচারণা অব্যাহত রাখেন নেলসন, যা পরবর্তীতে বহু মানুষকে সচেতন করে।

আরও পড়ুন: বিশ্ব জলাভূমি দিবস

অবশেষে ১৯৭০ সালে ‘ধরিত্রী দিবস’ পালনের দিন হিসাবে ২২ এপ্রিল দিনটি নির্ধারণ করা হয়। ১৯৭১ সালের ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ভাবে ১ম ধরিত্রী দিবস পালিত হয়। তখন এর নাম ছিল ‘এনভায়রনমেন্টাল টিচ-ইন’।

বর্তমানে বিশ্বের অনেক দেশেই সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। উত্তর গোলার্ধের দেশগুলোতে এ দিবস পালিত হয় বসন্তকালে। অপরদিকে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে দিবসটি পালিত হয় শরৎকালে।

১৯৯০ সালে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ এবং এর সদস্য দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেয়া হয়। এরপর থেকে দিবসটি বিশ্ব ধরিত্রী দিবস নামে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

সাভারের সড়কে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: সাভারে ঈদের ছুটি ও বেতনের দাবিতে হেমায়েতপুর-...

ঈদে যৌথবাহিনীর টহল বৃদ্ধিসহ ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সেনাবাহিনী, বিজি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা