নিজস্ব প্রতিবেদক: দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তীব্র দাবদাহের মধ্যে আজ সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
আরও পড়ুন: ঢাকা-ওয়াশিংটন টিকফা বৈঠক আজ
রোববার (২১ এপ্রিল) ভোর ৫টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। এ অবস্থায় সারা দেশে হিট আল্যার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টির আভাস মিলছে।
তবে মাঝে মধ্যে ২/১ জায়গায় বৃষ্টি হলেও তা গরম কমাতে খুব একটা সহায়ক হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে দেশজুড়ে তাপপ্রবাহের কারণে তীব্র গরমে নাকাল জনজীবন। সহসাই এমন অবস্থা থেকে মুক্তি মিলছে না বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।
সান নিউজ/এনজে