নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি প্রায় প্রতিদিনই বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষ তিনের মধ্যে থাকছে রাজধানী ঢাকার নাম। আজ বায়ুদূষণের তালিকায় ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: আজ থেকে ১ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল
বুধবার (২৭ মার্চ) সকাল ৯টা ১৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচকে আজ ২৬০ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে থাকা ঢাকায় বাতাসের স্কোর ছিল ২১৩। বাতাসের এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
আরও পড়ুন: ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক
এছাড়া ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের দিল্লি, ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে চীনের বেইজিং ও ১৭১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর বায়ু, ২০১-৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর বায়ু এবং স্কোর ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ঝুঁকিপূর্ণ বায়ু বলে বিবেচিত হয়।
আরও পড়ুন: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
উল্লেখ্য, ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এ দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে নগরবাসী। এখানকার বায়ু সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য খুবই ক্ষতিকর।
সান নিউজ/এনজে