বিনোদন ডেস্ক: দীপিকার পর বলিউডে কি আরও এক সুখবর? মা হচ্ছেন আরও এক নায়িকা! কে সেই নায়িকা? তিনি আর কেউ নন, পরিণীতি চোপড়া। ঢিলেঢালা পোশাকে ওই নায়িকাকে দেখেই চলছে আলোচনা। অনেকেরই ধারণা, ক্যামেরা দেখতে পেয়েই বেবিবাম্প লুকোনোরও চেষ্টা করছেন পরিণীতি।
আরও পড়ুন: সুখবর দিলেন রাশমিকা
গত বছরের সেপ্টেম্বরে বিয়ে হয় পরিণীতির। রাঘব চাড্ডাকে বিয়ে করেন তিনি। ভালোবাসার বিয়ে, একসঙ্গে পড়তেন তারা। সেখান থেকেই আলাপ। এরপর যা হয়, প্রথমে বন্ধুত্ব, ক্রমে সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। মা হওয়া নিয়ে অতীতেও মুখ খুলেছেন পরিণীতি।
অভিনেত্রী বলেছিলেন, সন্তান দত্তক নেওয়ারও ইচ্ছে রয়েছে। এমনকি বাচ্চা তার খুবই প্রিয়। নিজেও মা হতে চান। এবার সেই স্বপ্নই সত্যি হচ্ছে কী? অবশ্য রাঘব অথবা পরিণীতি এখনও এ নিয়ে মুখ খোলেননি।
গত বেশ কিছু সময় ধরে বলিউড থেকে দূরেই আছেন তিনি। আগামী দিনে ইমতিয়াজ আলির ‘চমকিলা’তে দেখা যাবে পরিণীতিকে। ওই সিনেমায় সঙ্গীত পরিচালক থাকবেন এ আর রহমান।
সান নিউজ/এএন