বিনোদন প্রতিবেদক:
দেশের জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ডিপজলের কোমরে একটি টিউমার রয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জরুরি ভিত্তিতে এটি অপারেশন করা হবে। তিনি ডিপজলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত মার্চ মাস থেকে ঠান্ডার সমস্যায় ভুগছিলেন ডিপজল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার বুকে কফ জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
২০১৭ সালের হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে ডিপজলকে। সে সময় তার হার্টে রিং পরিয়ে দেন সিঙ্গাপুরের চিকিৎসকেরা।
ডিপজল একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী। ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। এরপর তার ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’ ইত্যাদি ছবিগুলো তুমুল ব্যবসা সফল হয়।
প্রসঙ্গত, অল্প সময়ের ব্যবধানে মারা গেছেন ঢাকাই সিনেমার বেশ কয়েকজন অভিনয়শিল্পী। সর্বশেষ সোমবার ইন্তেকাল করেন হানিফ সংকেত সঞ্চালিত ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নিয়মিত শিল্পী ও সাবেক সিনিয়র সহকারী সচিব মহিউদ্দিন বাহার এবং চলচ্চিত্রের নামকরা খল অভিনেতা ও ডাক বিভাগের সাবেক কর্মকর্তা সাদেক বাচ্চু। এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চিত্রনায়ক ফারুক।
সান নিউজ/আরএইচ/বিএস | Sun News