বিনোদন ডেস্ক:
বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ আনলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রিয় এই নির্মাতা। বুধবার ওই শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে অমিতাভের বিরুদ্ধে লিখেন কাজ দেয়ার বিনিময়ে প্রডিউসারের সঙ্গে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ তোলেন।
এরপরই অমিতাভ রেজা তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে অভিযুক্ত আইডিটি তার নয় বলে জানান। ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেন। অমিতাভ গণমাধ্যমকে জানান ,এটি একটি ফেক অ্যাকাউন্ট,বহু আগে থেকেই এমন ফেক অ্যাকাউন্ট চালু আছে।
অন্যদিকে অভিযোগকারীর তরুণী তার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন বলে দাবি জানালে,নির্মাতা বলেন,২০১৬ সালে করা একটি লাইভ ভিডিও চালিয়ে বিভিন্ন সময় এমন কাজ করা হয়েছে । অভিযোগকারী আরো বলেন, তার ভেরিফায়েড আইডি থেকেও কথা হয়েছে দাবি করলে ,নির্মাতা বলেন,এটি মিথ্যা,আমার ফেসবুকে এমন কোনো রেকর্ড নেই।
ফেক অ্যাকাউন্ট নিয়ে সাইবার ক্রাইমে কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে অমিতাভ রেজা বলেন,এক বছর আগে আমি এগুলো নিয়ে অভিযোগ জানিয়েছিলাম। এবার আবার করতে হবে।