বিনোদ প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিত।
‘হে বন্ধু বঙ্গবন্ধু,তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও’ শিরোনামের এই গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীত পরিচালনা করেছেন মানাম আহমেদ, সুর করেছেন তরুণ গায়ক ও সংগীত পরিচালক কিশোর।
‘হে বন্ধু বঙ্গবন্ধু, তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও, আমি চোখে দিয়ে দেখব, তুমি কেমন করে দেশটাকে এতো ভালোবাস’ এমন কথা ও সুরে গানটি গাইতে পেরে ভীষণ আনন্দিত ও গর্বিত কুমার বিশ্বজিৎ।
এরইমধ্যে গানটি ইউটিউবে আপ করা হয়েছে। ব্যাপক সাড়াও পেয়েছে ভিডিওটি।
কুমার বিশ্বজিৎ বলেন, এই গানের মধ্য দিয়ে তিনটি প্রজন্ম এক হয়েছে। জীবনে মনে হয় কোনো গান নিয়ে এতটা খুঁতখুঁতে ছিলাম না। গানটি শুধু একটি গান নয়, এটি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ভাবনাচিন্তা, দেশপ্রেম, অসাম্প্রদায়িক মনোভাব প্রদর্শনের একটি গল্প বলা। তাই তো সাতবার গানটিতে কণ্ঠ দিয়ে চূড়ান্ত করেছি।
‘হে বন্ধু বঙ্গবন্ধু' গানটি প্রকাশ হয়েছে গান ছবি এন্টারটেইনমেন্টের ব্যানারে।
সান নিউজ/সালি