শনিবার, ৫ এপ্রিল ২০২৫
সংগৃহীত ছবি
বিনোদন প্রকাশিত ৫ জানুয়ারী ২০২৪ ১০:১৬
সর্বশেষ আপডেট ৫ জানুয়ারী ২০২৪ ১০:২৬

মা হওয়ার পরিকল্পনা নিলেন দীপিকা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকান। তাদের বিয়ের পাঁচ বছর পার হয়েছে কিন্তু দুজনেই সমানতালে কাজ করে চলেছেন।

আরও পড়ুন: সত্যজিৎ রায়ের বায়োপিকে আমির খান

কিন্তু এবার এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা জানালেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে দীপিকার ভাষ্য এমন ছিল- ‘আমার কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ আর আমি মনে করি, আমাদের বাচ্চাদেরও একই রকম শিক্ষা দেওয়া উচিত।’

আরও পড়ুন: আসছে জয়ার ‘ভূতপরী’

সাক্ষাৎকারের একপর্যায়ে দীপিকা পাড়ুকোনকে প্রশ্ন করা হয়, তিনি মা হওয়ার পরিকল্পনা করছেন কিনা? এ প্রশ্নের জবাবে স্মিত হাসেন দীপিকা। জানান, ‘অবশ্যই এ পরিকল্পনা রয়েছে। রণবীর ও আমি বাচ্চা খুব ভালোবাসি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যখন আমরা আমাদের একসঙ্গে পথচলা শুরু করেছিলাম।’

পর্দা ও পর্দার বাইরে দুজনের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। ছয় বছর চুটিয়ে প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পাঁচ বছরের বেশি সময় ধরে সংসার করছেন তারা।

আরও পড়ুন: নতুন বছরে নতুর সিনেমা

২০২৩ সালের শুরুতে শাহরুখের সাথে ‘পাঠান’-এ দেখা যায় দীপিকাকে। এর পর বছরের মধ্যবর্তী সময়ে ‘জওয়ান’-এও খুব অল্প সময়ের অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। শুধু তা-ই নয়, রণবীরের সাথে দূরত্ব এবং বিচ্ছেদের মতো জল্পনাও শোনা যায়। তবে গুজবে পানি ঢালে তাদের একসঙ্গে একে অন্যের সিনেমা দেখতে যাওয়া অথবা ছুটি কাটানোর বিষয়টি। বর্তমানে দীপিকা তার আসন্ন ছবি ‘ফাইটার’-এর প্রচার নিয়েই বেশি ব্যস্ত। এই ছবিতে তাকে হৃতিক রোশনের সাথে বেশ সাহসী অভিনয় করতে দেখা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা