সংগৃহীত ছবি
বিনোদন

প্রশংসায় ভাসলেন অপূর্ব

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই অভিনেতার ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তিনি নৌকায় ভাসছেন উত্তাল সমুদ্রে। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে তার সংলাপ।

আরও পড়ুন : প্রার্থিতা ফিরে পেলেন মাহি

তিনি বলছেন, ‘কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো দিকহীন। কূল নেই, কিনারা নেই। তবুও ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনও কখনও দেরি হয়ে যায়।’

শুক্রবার (৮ ডিসেম্বর) এই ভিডিও ক্লিপটি অন্তর্জালে প্রকাশের পরে সেটি এক পলকেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নাটকের গ্রুপে এবং ব্যক্তিগত দেয়ালে শেয়ার দেওয়া হয়ে থাকে। আর এর সঙ্গে প্রশংসায় ভাসতে থাকে অপূর্ব ও সংশ্লিষ্টরা। দর্শক আশা করে আছেন, বছর শেষে অপূর্বর বড় কামব্যাক হচ্ছে এই নাটকটির মাধ্য দিয়ে এবং যার আভাস মিলছে এই ক্লিপে।

আরও পড়ুন : বঙ্গভবনে শাকিব

জানা যায়, এটি সিএমভি’র ব্যানারে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর ‘পথে হলো দেরী’ নাটকের টেলার। এটির চিত্রনাট্য ও নির্মাণে রয়েছেন জাকারিয়া সৌখিন অভিনয়ে রয়েছেন- জিয়াউল ফারুক অপূর্ব, তটিনী, মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া সহ আরো প্রমুখ। টেলার থেকে আশাতীত প্রশংসা পেয়ে অনেকটাই স্বস্তিতে রয়েছেন নায়ক অপূর্ব। তিনি বলেছেন, ‘দর্শকদের এমন সাড়া পেলে সব কষ্ট ভুলে যাই আর মনে হয়, আমাদের পরিশ্রমটা কাজে লেগেছে।’

তারপর স্মৃতি কাতর এই অভিনেতা বলেন, ‘টেলারে যে দৃশ্যটি দেখানো হয়েছে, সেটা কক্সবাজার থেকে অনেক ভেতরে, টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে। এখানে শুটিং করতে যাওয়ার সময় আমাদের নৌকা আটকে যায় বালিতে। তারপর প্রায় ৬ ঘণ্টা পুরো ইউনিট অপেক্ষা করেছি জোয়ারের জন্যএবং জোয়ার আসার পরে আমাদের নৌকা সচল হয়। এই শ্রম গুলো সার্থক হয় দর্শকদের এমন সাড়া পেলে।’

আরও পড়ুন : ফের জুটি বাঁধছেন সোহম-শ্রাবন্তী

অপূর্ব চলতি বছর কাজের পরিমাণ একেবারেই কমিয়ে দিয়েছেন। তারমধ্যে ‘পথে হলো দেরী’ অভিনেতার কাছে অন্যতম সেরা কাজ হয়ে থাকবে বলে মনে করছেন।

অপরদিকে নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, ‘আমি আসলে বড় ক্যানভাস ধরার চেষ্টা করেছি। আমার এই চেষ্টার সঙ্গে অনেকাংশ একাত্ম ছিলো অপূর্ব, তটিনী, সিনেমাটোগ্রাফার নাজমুল হাসানসহ ইউনিটের প্রত্যেক সদস্যরা। অপরদিকে সর্বোচ্চ স্বাধীনতা ছিলো প্রযোজক পাপ্পু ভাইয়ের দিক থেকেও। পুরো ইউনিট মিলে অনেক পরিশ্রমের ফল এই কাজটি ।এই টিম ওয়ার্কের ফল পাচ্ছি টেলার প্রকাশ হওয়ার পর থেকে। আশা রাখছি, পুরো নাটকটি দেখলে দর্শকদের কাছ থেকে আরও বেশি সাড়া পাবো।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর তৃতীয় ও শেষ কাজ হিসেবে ‘পথে হলো দেরী’ মুক্তি পাচ্ছে খুব তাড়াতাড়ি, সিএমভি’র ইউটিউব চ্যানেলে। একই উৎসবের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘হদয়ে হৃদয়’ এবং ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) মুক্তি পেয়েছে প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’। দু’টো নাটকই পেয়েছে দারুণ জনপ্রিয়তা।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা