বিনোদন ডেস্ক
করোনাকালীন সময়ের লকডাইনে মানুষ সবাই অনলাইন প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে গেছে। বাসায় বন্দি জীবনকে একটু রঙিন এবং আন্দনময় করতে অনলাইন ভিত্তিক বিভিন্ন মুভি প্লাটর্ফম ব্যবহার করছে। তার মধ্যে নেটফ্লিক্স অন্যতম।
২০২০ সালের প্রথম তিন মাসেই নেটফ্লিক্স পেয়েছে নতুন ১ কোটি ৬০ লাখ সাবস্ক্রাইবার। বিশ্বে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৮ কোটি ২৮ লাখ ছাড়িয়ে গেছে এবং চলতি বছরের প্রথম তিন মাসেই ৫০ হাজার কোটি টাকার বেশি আয় হয়েছে।
২০২০ সালের আগেই নেটফ্লিক্স পেয়ে যাবে নতুন ৭ কোটি ২৯ লাখ সাবসস্ক্রাইবার । আর নেটফ্লিক্স আর লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য নতুন এক সুযোগ দিয়েছে । সিনেমা ও সিরিজ মিলিয়ে ১০টি কনটেন্ট একদম ফ্রি দেখাবে নেটফ্লিক্স। বাংলাদেশে থেকে এই কনটেন্টগুলো দেখা যাবে।
লিংক:
https://www.netflix.com/bd/watch-free
‘ওয়াচ ফ্রি’লিস্টে যা যা আছে :
বার্ড বক্স (থ্রিলার)
দ্য বস বেবি: ব্যাক ইন বিজনেস (সিরিজ)
এলিট (সিরিজ)
গ্রেস অ্যান্ড ফ্রাঙ্কি(সিরিজ)
লাভ ইজ ব্লাইন্ড(সিরিজ)
মার্ডার মিস্ট্রি (সিনেমা)
আওয়ার প্ল্যানেট (সিরিজ)
স্ট্রেঞ্জার থিংস (সিরিজ)
দ্য টু পোপস (সিনেমা) ও
হোয়েন দে সি আস (সিরিজ)
আওয়ার প্লানেট সিরিজের পোস্টারের ছবি