নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন।
আরও পড়ুন: পরীর জন্য মাহির যত কাণ্ড!
বৃহস্পতিবার (২ নভেম্বর) উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, আমি মাত্র জানতে পারলাম হুমায়রা হিমু আর নেই। এরচেয়ে বেশি কিছু এখনো জানি না। আমি যাচ্ছি তাকে দেখতে।
তার মৃত্যু নিয়ে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যে গানে মোড় ঘুরলো মাশার
এদিকে অভিনেত্রীর ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক। এতে হিমুর মৃত্যু নিয়ে দানা বেঁধেছে রহস্য। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা, তা এখনই বলা যাচ্ছে না। আজ বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক।
তাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। এ সময় ডাক্তার পুলিশকে কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।
সান নিউজ/এনজে