ছবি: সংগৃহীত
বিনোদন

ভিসা জটিলতায় শাকিব খান

বিনোদন ডেস্ক: পরিচালক অনন্য মামুনের নতুন সিনেমা ‘দরদ’-এর শুটিংয়ের কাজে ভারতে উড়াল দেয়ার কথা ছিল ঢালিউডের সুপারস্টার শাকিব খানের।

আরও পড়ুন: দূর্গাৎসবে মুগ্ধতা ছড়ালেন ইমরান

গত মাসে প্যান-ইন্ডিয়ান ঘরানার সিনেমাটির চুক্তি সম্পন্ন হয়। চলতি মাসেই এর শুটিং শুরু হওয়ার কথা। ইতিমধ্যে শুটিংয়ের কাজে ভারতে পৌঁছেছে প্রোডাকশন ইউনিট। সেখানেই অংশ নেবেন শাকিব।

তবে ভিসা জটিলতার কারণে শাকিব খানসহ দেশের অন্য অভিনয়শিল্পীরা এখনো ভারতে যেতে পারেননি।

আরও পড়ুন: যশের সাথে মণ্ডপে গেলেন নুসরাত

শাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ভারতে যাওয়ার কথা ছিল শাকিব খানের। কিন্তু ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। কবে যাবেন, সেটিও নিশ্চিত নয়।

ভারতের মুম্বাইয়ে গিয়ে সেখানে লুকসেট হওয়ার কথা ছিল অভিনেতার। কিন্তু এসব তো দূরের কথা, ভারতের ওয়ার্ক পারমিট ভিসাই পাননি তিনি। তাই এখনো মুম্বাইয়ে যেতে পারছেন না শাকিব। কবে যাবেন সেটাও নির্ভর করছে ভিসা পাওয়ার ওপর।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ ভারতের অভিনয়শিল্পী ও শুটিং সংশ্লিষ্টরা প্রস্তুত আছেন। এমনকি শুটিং স্পটে পৌঁছে গেছেন পরিচালকও। ভিসা জটিলতার কারণে কেবল যাওয়া হয়নি বাংলাদেশি শিল্পীদেরই।

আরও পড়ুন: গার্লস ট্রিপ-এ পরিণীতি

গণমাধ্যমকে প্রযোজকদের একজন বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের স্বত্বাধিকারি জানান, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে শাকিবের ভারত গমন। এরই মধ্যে নায়কসহ সবার ওয়ার্ক পারমিট ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো তা সুরাহা হয়নি।

তিনি আরও জানান, দেশে মন্ত্রণালয়ের আবেদনের সাথে ভারত সরকারের অনুমতিপত্র দিতে হয়। গত ২০ অক্টোবর সেটি এসেছে। ছুটির দিন হওয়ায় গত ২ দিন সেটি যথাসময়ে দেওয়া যায়নি। আজ তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, খুব দ্রুতই ভিসার অনুমতি মিলবে।

আরও পড়ুন: ধরা পড়ে গেলেন ক্যাটরিনা

সিনেমার সংশ্লিষ্ট একজন বলেন, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা করছেন নির্মাতা।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

শাকিব খান ছাড়াও এতে অভিনয় করবেন- শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবর। ছবিটি নির্মিত হবে- বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম ভাষায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা