শনিবার, ৫ এপ্রিল ২০২৫
সংগৃহীত
বিনোদন প্রকাশিত ৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৬
সর্বশেষ আপডেট ৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৯

হাসপাতালে ভর্তি আফজাল হোসেন

বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেতা আফজাল হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিহাব শাহীন জানান, গতকাল রাতে আফজাল (আফজাল হোসেন) ভাই হার্ট অ্যাটাক করেন। পরে তাকে সিসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুন: ফারিণের ‘অসময়’ শুরু

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। নির্মাতা শিহাব শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাসুম বাশার আফজাল হোসেনের ঘনিষ্ঠ বন্ধু। গণমাধ্যমকে এ অভিনেতা জানান, আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে চিকিৎসকরা দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন।

আরও পড়ুন: অযথা অশ্লীল দৃশ্যে অভিনয়ের মানে নেই

পরিচালক শিহাব শাহীন ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ শিরোনামে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন। এ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করেন আফজাল হোসেন, মেয়ের চরিত্রে রূপায়ন করেন তাসনিয়া ফারিণ। আজ থেকে এ সিনেমার শুটিং শুরু হবার কথা ছিল।

এ বিষয়ে শিহাব শাহীন জানান, আজ থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা থাকলেও গতকাল আফজাল ভাই কল করে জানান, তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করা হয়। সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং এর শুরু করা যাচ্ছে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা