শনিবার, ৫ এপ্রিল ২০২৫
ছবি : সংগৃহিত
বিনোদন প্রকাশিত ২৯ জুলাই ২০২৩ ১১:১৭
সর্বশেষ আপডেট ২৯ জুলাই ২০২৩ ১১:১৭

৭৫ তম এমি অ্যাওয়ার্ড স্থগিত 

বিনোদন ডেস্ক: হলিউডে লেখক-অভিনয় শিল্পীদের নজিরবিহীন দ্বৈত ধর্মঘটের কারণে স্থগিত করা হয়েছে চলতি বছরের ৭৫ তম ‘এমি অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান।

আরও পড়ুন: দামি উপহার পেলেন কৌশান

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৭৫তম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হওয়ার কথা ছিল বলে জানিয়েছে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

চলমান ধর্মঘটের কারণে স্থগিত হওয়া এই আসরের জন্য নতুন তারিখ ঠিক করা হয়নি। শিল্পীরা কোনো সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত তারা অপেক্ষা করতে চান বলে জানিয়েছেন আয়োজকরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন জগতের মর্যাদাপূর্ণ পুরস্কার হল ‘এমি অ্যাওয়ার্ড’। গত দুই দশকের মধ্যে এই প্রথম এই আয়োজন স্থগিত করা হল।

আরও পড়ুন: কিয়ারার লাল জ্যাকেটের মূল্য কত!

২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার পর এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।

সাধারণত এই অনুষ্ঠানের সঞ্চালক-উপস্থাপকদের জন্য স্ক্রিপ্ট লেখার দায়িত্ব পড়ে আমেরিকান ফিল্ম ও টেলিভিশন লেখকদের সংঘ ‘দ্য রাইটার্স গিল্ড অব আমেরিকা’র (ডব্লিউজিএ) সদস্যদের ওপরে।

বর্তমানে ‘ডব্লিউজিএ’র কর্মবিরতির কারণে এই কাজে তাদের পাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: সাদিয়া মাহজাবিন খান

আগামী সপ্তাহ থেকে পুরস্কারগুলোয় ভোটগ্রহণের কাজ শুরু হবে উল্লেখ করে বিবিসি জানিয়েছে, বাদবাকি কাজ এগিয়ে নেওয়া আদৌ সম্ভব হবে কি না, সে বিষয়ে এমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ সন্দিহান।

দুই সপ্তাহ পেরিয়েছে হলিউডের লেখক ও অভিনয় শিল্পীদের যুগল ধর্মঘট। এই আন্দোলন শুরুর পরপরই শিল্পীদের হুমকি ছিল, আসন্ন ‘এমি অ্যাওয়ার্ডস’, ‘টরন্টো’, ‘টেলুরাইড’ এবং ‘ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল’সহ আসন্ন অনুষ্ঠানগুলোও হয়ত তারকারা বর্জন করবেন বলে জানিয়েছেন।

ফেস্টিভ্যাল’সহ আসন্ন অনুষ্ঠানগুলোও তারা বর্জন করতে পারেন। শিল্পীদের এই হুমকি সত্যই হল।

আরও পড়ুন: অপুকে নিয়ে যা বললেন ইধিকা

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিল্ম ও টেলিভিশন লেখকদের সংঘ দ্য রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) চলতি বছরের মে মাস থেকে এই আন্দোলনে আছে।

এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ১ লাখ ৬০ হাজারের বেশি অভিনয় শিল্পী ও কলাকুশলীদের সংঘ ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যান্ড দি আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ (এসএজি-এএফটিআরএ) গত ১৩ জুলাই থেকে ধর্মঘট শুরু করেছে।

এই ধর্মঘটে ‘ডব্লিউজিএ’ এবং ‘এসএজি-এএফটিআরএ’র বিপরীত পক্ষ হল ‘দ্য অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস’ (এএমপিটিপি)।

‘এএমপিটিপি’ বর্তমানে প্রধান স্ট্রিমিং স্টুডিও কোম্পানি যেমন- ওয়াল্ট ডিজনি, প্যারামাউন্ট এবং আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক ফক্স, এনবিসি, নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো স্ট্রিমিং জায়ান্টগুলোর প্রতিনিধিত্ব করে।

আরও পড়ুন: অনাথ শব্দটা গালির মতো

এই কদিন ধরে আন্দোলনকারী ও তাদের সমর্থকরা লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে, প্রধান প্রধান স্টুডিও এবং স্ট্রিমিং কোম্পানি- নেটফিক্স, প্যারামাউন্ট পিকচার্স, এনবিসি, ওয়ার্নার ব্রাদার্স ও ওয়াল্ট ডিজনির অফিসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করে আসছেন।

এই ধর্মঘটের কারণে ‘অ্যাভাটার’, ‘ডেডপুল’, ‘গ্ল্যাডিয়েটর’ এর সিক্যুয়েলসহ বড় বাজেটের সিনেমায় এবং ‘স্ট্রেঞ্জার থিংস’, ‘ফ্যামিলি গাই’ এবং ‘দ্য সিম্পসনস' এর মত টেলিভিশন সিরিজের ওপরে বিরূপ প্রভাব পড়তে পারে। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা