বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কয়েক রাত ‘শ্যাম সিং রায়’ সিনেমার শুটিং করেছি। আমি রাতে শুটিং করতে পারি না। কারণ আমি দিনের বেলায় ঘুমাই না। কল্পনা করুন, আমি রাতে ঘুমাইনি, দিনের বেলায়ও ঘুমাইনি এবং পরের রাতে আবার শুটিং।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত রুবিনা
সাই পল্লবী বলেন, এভাবে প্রায় ৩০ দিন চলেছে। একই সঙ্গে ‘গার্গি’ ও ‘লাভ স্টোরি’ সিনেমার শুটিং করেছি। এক পর্যায়ে আমি কাঁদছিলাম এবং ভাবছিলাম, আমি অভিনয় ভালোবাসি। যার জন্য আমি বিশ্বাস করতে পারছিলাম না ছুটি চাই। কিন্তু এ কথা আমি কাউকে বলিওনি।
তিনি আরও বলেন, আমার বোন প্রযোজককে গিয়ে বলে, আমি কাঁদছি। কারণ আমার ছুটি চাই। এ কথা শুনে প্রযোজকের খুব খারাপ লেগেছিল। কারণ আমি যাদের সঙ্গে কাজ করি তারা আমাকে ভালোবাসেন এবং ভাবেন আমি একটি শিশু। সুতরাং তারা ভাবে আমি সেটে খুব কমফোর্ট। কিন্তু যখন তারা জানতে পারেন আমি ক্লান্ত, তখন তারা আমাকে ১০ দিনের ছুটি দিয়ে দেয়।
উল্লেখ্য, সাই পল্লবীর অভিনীত ‘শ্যাম সিং রায়’ সিনেমাটি ২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন নানি।
আরও পড়ুন: ফের একত্রে রাজ-পরী!
সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। এটি পরিচালনা করেন গৌতম রামচন্দ্রন। গত বছরের ১৫ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে ‘এসকে২৪’ শিরোনামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী।
প্রসঙ্গত, ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ৩০ বছর বয়েসী এই অভিনেত্রী এখন দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী। ন্যাচারাল অভিনয়ে তার দারুণ খ্যাতি রয়েছে। অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির না হলেও দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
সাই সকলের নজরে আসেন ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম চলচ্চিত্র ‘প্রেমাম’ এর মাধ্যমে সেখানে তিনি মালার চরিত্রে অভিনয় করেন ৷ সিনেমাটি ব্যাপক সাফল্য লাভ করে এবং ব্লকবাস্টারের তকমা পায় ৷ এরপর তিনি জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান - এর সাথে ‘কালি’ নামক একটি চলচ্চিত্রে অভিনয় করেন। যেটি মুক্তি পায় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র ফিদার মাধ্যমে তিনি তেলুগু সিনেমায় প্রবেশ করেন ৷ সিনেমাটিতে তিনি ভানুমতি চরিত্রে অভিনয় করেন এবং বরুণ তেজ ছিলেন তার সহ-অভিনেতা ৷ যখন ফিদা টেলিভিশনে প্রদর্শিত হয়েছিল তখন এটা সর্বাধিক টিআরপি রেটিং পেয়েছিল। এমনকি ৫ম বার দেখানোর সময়ও টিআরপি সর্বোচ্চ ছিল ৷‘দিয় ‘ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি তামিল চলচ্চিত্রে অভিষেক ঘটান, যার পরিচালক ছিলেন বিজয়।
সান নিউজ/এনকে