ছবি-সংগৃহীত
বিনোদন

কানের আলোচিত যেসব সিনেমা

বিনোদন ডেস্ক: ফ্রান্সের কান সমুদ্রসৈকতের তীরে প্রতি বছর বসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব ‘ফেস্টিভ্যাল দে কান’।

আরও পড়ুন: ২৬ মে আসছে পরীমণির ‘মা’

প্রতিবারের মতো কানের ৭৬তম আসরেও হতে যাচ্ছে বেশ কয়েকটি আলোচিত সিনেমার প্রদর্শনী।

বিশ্বের নানা প্রান্তের নানা ভাষার নতুন সিনেমা দেখার জন্য উপস্থিত হন সিনেপ্রেমীরা। তবে এর মধ্যে দর্শকের আগ্রহের শীর্ষে আছে আট সিনেমা।

পালে দে ফেস্টিভ্যাল ভবনের লুমিয়ের প্রেক্ষাগৃহে ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ফরাসি সিনেমা ‘জঁ দ্যু ব্যারি’। এবারের আয়োজনের প্রথম দুদিন যেন তাকে ঘিরেই সাজানো ছিল। দর্শকরাও সিনেমার প্রদর্শনী শেষে স্ট্যান্ডিং ওভেশন জানান দীর্ঘদিন পর পর্দায় কামব্যাক করা এ অভিনেতাকে।

এদিকে, বহু বছর পর কানে ফিরছেন বিখ্যাত পরিচালক মার্টিন স্করসিসি তার নতুন সিনেমা ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ নিয়ে। মুখ্য ভূমিকায় রবার্ট ডি নিরো, ডি ক্যাপ্রিও’র মতো তারকারা আছেন। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি করতে দুবছর সময় লেগেছে স্করসিসির। গুঞ্জন শোনা যাচ্ছে যে এ সিনেমার স্ক্রিনপ্লে হবে ৩ ঘণ্টা ৪৫ মিনিটেরও বেশি!

আরও পড়ুন: আমি ওই ধরনের মানুষই নই

অন্যদিকে ১৫ বছর পর ঘটছে বিখ্যাত অভিযাত্রী ইন্ডিয়ানা জোন্সের বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তন। ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ ফ্রান্সে মুক্তি পাবে আগামী ২৮ জুন। আর, কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ারের আগে লালগালিচায় হাঁটবেন অভিনেতা হ্যারিসন ফোর্ড।

এদিকে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছেন ব্রিটিশ পরিচালক জনাথন গ্লেজার। তার পরিচালিত ‘জোন অব ইন্টারেস্ট’কে এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় তাদের ফিচার ফিল্ম প্রতিযোগিতায় স্থান দিয়েছে সিনেমাটিকে।

ব্রিটিশ পরিচালক মলি ম্যানিংয়ের প্রথম ফিচার ফিল্ম ‘হাউ টু হ্যাভ সেক্স’ কান উৎসবের আ সার্তে রিগা শাখায় প্রদর্শিত হবে। এ শাখায় সাধারণত বিশেষ আগ্রহের সিনেমাগুলো প্রদর্শিত হয়ে থাকে। অন্যদিকে ব্রাজিলিয়ান-আলজেরিয়ান পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ফায়ারব্র্যান্ড’ ‘পাম ডি অর’ শাখায় নির্বাচিত হয়েছে। সিনেমাটিকে কান বিচারকরা ‘ভৌতিক ঐতিহাসিক ড্রামা’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: পৃথিবীটা শূন্যতায় ভরে গেল

তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ভারতীয় পরিচালক অনুরাগ কাশ্যপের নতুন সিনেমা ‘কেনেডি’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন ও রাহুল ভাট। কান ফিল্ম ফেস্টিভ্যালের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হবে এটি। অন্যদিকে প্রথমবারের মতো সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলিমেন্টাল’। সব মিলিয়ে কানের এবারের ৭৬তম আয়োজন যে বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা