বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতে অভিনয়ে পেশাদারিত্বের স্বাক্ষর রেখে কাজ করার উদাহরণ খুঁজলে চিত্রনায়িকা পরীমনির নামটা আসবেই। সম্প্রতি নির্মিত ‘মা’ সিনেমায় মায়ের ভূমিকায় শুটিংয়ের সময় পরীমনি বাস্তবেও ছিলেন অন্তঃসত্ত্বা।
আরও পড়ুন: নোবেলের কাণ্ডে হতবাক স্ত্রী
সম্প্রতি সেই সময়ের কিছু স্মৃতি শেয়ার করলেন পরীমনি ও নির্মাতা অরণ্য আনোয়ার। জানালেন অন্তঃসত্ত্বা অবস্থায় কতটা কঠিন পরিস্থিতি সামলে শুটিং করেছেন পরী।
পরীমনি বলেন, ‘অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করতে হয়েছিল। কখনো আমার মন খারাপ ছিল, টিমের অন্যরা আমাকে উৎসাহ দিয়েছে। আবার কখনো পুরো টিম চিন্তায় ছিল, তখন আমি সাপোর্ট দিয়ে বলেছি, পারব।’
আরও পড়ুন: আজ প্রচারিত হবে “সাগর বিলাস”
নায়িকা হয়ে ‘মা’ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে প্রচলিত ট্যাবুও ভেঙেছেন পরীমনি। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘একজন নায়িকা মায়ের চরিত্রে কাজ করতে পারবে না, এই ধারণায় আমার আপত্তি আছে।’
এই ছবিকে জীবনের বিশেষ একটি অংশ হিসেবেই মনে রাখতে চান উল্লেখ করে পরীমণি বললেন, ‘আমি জানি না, এই ছবিটা হিট হবে কি না। কিন্তু আমার অভিনয় জীবনে, ব্যক্তিগত জীবনে, পুরো জার্নিতে এই অংশটা আমি ফ্রেমবন্দি করে রাখতে চাই। এবং আমি আমার রাজ্যকে এটা গিফট করতে চাই যে, তুমিও ছিলে আমার সাথে।’
আরও পড়ুন: উড়ছেন মিথিলা
প্রসঙ্গত, অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত ‘মা’ সিনেমায় পরীমণির সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।
সান নিউজ/আর