বিনোদন ডেস্ক : কলকাতা এবং ঢাকায় পরীমনির এবারের ঈদ কেটেছে। বেশ আগেই জমিয়ে শপিং করেছেন। ঈদে স্বামী রাজের কাছে থেকে কেমন সালামি পেয়েছেন? এবার সে কথাই জানালেন।
আরও পড়ুন : টোনড ফিগারের রহস্য জানতে উৎসুক!
গণমাধ্যমকে পরীমনি জানিয়েছেন, এবারের ঈদে রাজের কাছ থেকে প্রায় এক লাখ টাকার সালামি পেয়েছেন। যা বেশ জোর করেই আদায় করেছেন। তিনি ওই টাকায় কলকাতায় গিয়ে নিজের জন্য মেকআপের জিনিসপত্র কিনেছেন।
তবে পরীমনি ঈদে স্বামীকে কি দিয়েছেন?
পরীমনি জানান, শরিফুল বই পড়তে পছন্দ করেন। লেখালিখিরও শখ রয়েছে। তাই স্বামীর জন্য কলকাতা থেকে কলম, ডায়েরি, সিনেমার বই নিয়েছেন।
আরও পড়ুন : নতুন ব্যবসায় শাহরুখপুত্র
প্রসঙ্গত, আনন্দবাজার অনলাইন পরীমনিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে। গণমাধ্যমটি প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে।
সম্প্রতি পরীমনির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী এই পুরস্কার নিতেই কলকাতায়ও গিয়েছিলেন।
আরও পড়ুন : দুই দিনে আয় ৪১ কোটি
এ বছর আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’-এ সেরা অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মান তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।
সান নিউজ/এইচএন