মালালা ইউসুফজাই,যিনি উত্তর-পশ্চিম পাকিস্থানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী শিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের জন্য পরিচিত। যিনি তার কাজের স্বীকৃতি স্বরুপ সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন।মালালা ইউসুফজাই তালিবান শাসনের অধীনে তার জীবন ও সোয়াত উপত্যকায় মেয়েদের শিক্ষা নিয়ে ২০০৯ সালে বিবিসির জন্য ছদ্মনামে একটি ব্লগ লিখতেন।
গুল মাকাই ছিল তার ছদ্মনাম। তাঁর এই নাম অনুসারে ভারতীয় পরিচালক আমজাদ খান র্নিমান করছেন একটি চলচ্চিত্র। আর মালালার ভূমিকায় অভিনয় করছেন রিম শাইখ। আরো আছেন দিব্যা দত্ত ও অতুল কুলকার্নি।ই টাইমসের প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের ৩১ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
২০১৮ সালের জুলাই মাসে মুক্তি পায় গুল মাকাই-এর ফার্স্ট লুক। পোস্টারে নারীশিক্ষা ও শান্তির জন্য পাকিস্তানি শিক্ষাকর্মী মালাল ইউসুফজাইয়ের লড়াইকে তুলে ধরা হয়েছে। পোস্টারটির শুরুতে লেখা হয়, একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম ও একটি বই—বদলে দিতে পারে পৃথিবী।