বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা তার জীবনেও ঘটেছে। সেই দুঃখজনক অতীত স্মরণ করে এই নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।
আরও পড়ুন: আপত্তিকর অবস্থায় ধরা পড়েন বিপাশার স্বামী!
বঙ্গবাজারের ঘটনায় শোক প্রকাশ করে সোশ্যাল হ্যান্ডেলে অপু বিশ্বাস লিখেছেন: ‘১৯৯৫ সাল, তখন আমি অনেক ছোট। আগুন, পুড়ে যাওয়া কিছুই বুঝি না। শুধু একদিন দেখলাম মা বাবা কাকা দিদি সবাই কান্না করছিল। বলছিল আমাদের সব শেষ।’
অপু বিশ্বাসের বাবা ব্যবসায়ী। বগুড়া নিউ মার্কেটে তিনি ব্যবসা করতেন। বিষয়টি উল্লেখ করে এই নায়িকা লিখেছেন: ‘বগুড়া নিউ মার্কেটে আমাদের দুটি দোকান ছিল। পরদিন ঈদ। বাবা কাকা চাঁদরাতে দোকানদারী শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল। ভোরবেলা তারা জানতে পারে তাদের দুটি দোকানসহ পুরো নিউ মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। তখন বুঝিনি আমাদের উপর দিয়ে কি গেছে! কিন্তু আজ বুঝতে পারছি বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে।’
‘এ রকম মর্মান্তিক দুর্ঘটনা আর কখনো যেন কোনো পরিবারের উপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।’ লিখেছেন অপু।
আরও পড়ুন: শ্রাবন্তীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
এদিকে আজ বিদ্যানন্দর উদ্যোগে পথশিশু ও দিনমজুরদের সঙ্গে ইফতার করেছেন অপু বিশ্বাস।
সান নিউজ/এসআই