বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। এবার ৯৫ তম আসরে সেরা গানের পুরস্কার জয় করলো তেলেগু ভাষায় গান ‘নাটু নাটু’।
আরও পড়ুন : চীনের নেতৃত্বে, সৌদি-ইরান এক
সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এ পুরস্কার ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা ) এ থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকে ধস
এস এস রাজামৌলির সিনেমাটি আরআরআর-এর এই গানটি গোল্ডেন গ্লোবের পর এবার অস্কার জয় করলো।
গত বছর মুক্তির পরই দক্ষিণ ভারতীয় সিনেমাটির নাটু নাটু গানটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে।
আরও পড়ুন : যুদ্ধের সমাপ্তি টানতে চায় ইউক্রেন
গানটি কম্পোজ করেছেন প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানি, গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন এন টি আর জুনিয়র ও রাম চরণ।
প্রসঙ্গত, এবার অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল। এভরিথিং এভরিহয়্যার অল আর্ট সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পান ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট।
সান নিউজ/এনজে