বিনোদন ডেস্ক: দেশের চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহী রাজিউন)। আজ (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
চিত্রপরিচালক শাহিন সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু
এক বছর তিন মাস ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কোরিওগ্রাফার মাসুম বাবুল। ১৫টি কেমোথেরাপি এবং ২৯টি রেডিওথেরাপি নিয়েছেন। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।
আরও পড়ুন:মান্না চলে যাওয়ার পর শুরু হয় জীবনযুদ্ধ
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের আঙ্গিনায় পা রেখেছিলেন মাসুম বাবুল। পয়ত্রিশ বছরের ক্যারিয়ারের তিনবার জাতীয় পুরস্কার অর্জন করেন মাসুম বাবুল। এছাড়াও বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি।
সান নিউজ/আর