ছবি: সংগৃহীত
বিনোদন

৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা পাঠান

বিনোদন ডেস্ক : বাংলাদেশে ভারতীয় হিন্দি সিনেমা ‘পাঠান’ আমদানির প্রতিবাদে বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং খিজির হায়াত খানসহ ঢাকাই সিনেমার সাথে সংশ্লিষ্ট অনেকেই মানববন্ধন করেছেন।

আরও পড়ুন : সোমবার আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৫ ফেব্রুয়ারি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জয় বাংলার লোক’ ব্যানারে এ মানববন্ধন করেন তারা।

এ সময় প্ল্যাকার্ডে ‘বরকতেরই আপন দেশে, হিন্দি/উর্দু সর্বনেশে’, ‘বঙ্গবন্ধুর নীতিতে থাকুন, হিন্দিকে হলের বাইরে রাখুন’ সম্বলিত স্লোগান তুলেন ঢাকাই সিনেমা নির্মাতারা।

আরও পড়ুন : সোমবার আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘হল মালিকেরা হলো ব্যবসায়ী। তারা আমাদের সিনেমা নামিয়ে দিয়ে ‘পাঠান’ চালাতে চায়।’

তিনি আরও জানান, পাঠান ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা। সেই সিনেমা আমাদের দেশে চলবে কেন? এই সিনেমা যারা আনতে চায় তারা রাজাকারের চেয়েও খারাপ। ৮০ শতাংশ উর্দু ভাষার এই সিনেমা আমাদের দেশে চলবে না।

আরও পড়ুন : রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত!

এদিকে শনিবার ছিল পরিচালক সমিতির বার্ষিক বনভোজন।

এ বিষয়টিকে উল্লেখ করে নির্মাতা খিজির হায়াত খান জানান, কিছুদিন আগে যারা কাফনের কাপড় পরে হিন্দি সিনেমার বিরুদ্ধে ছিলেন আজ তারাও হিন্দি সিনেমা চালাতে চান। তারা প্রযোজক ও শিল্পী সমিতির নেতা। তারা এই মুহূর্তে পিকনিক করেন। এই মুহূর্তে তারা কেন পিকনিক করবেন? তারা কেন আমাদের সাথে নেই?

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এ সময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সামনে সিনেমা মুক্তি দেব, হল পাই না আর তারা পিকনিক করেন! মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, আমরা কি সিনেমা বানিয়ে দোষ করেছি? দোষ করে থাকলে বলুন, আমরা সিনেমা বানানো বন্ধ করে দেব। হলে হিন্দি সিনেমাই চলুক।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে সালমান খানও আছেন।

আরও পড়ুন : উর্বশীর পোস্টে তুলকালাম

সিনেমাটি ইতোমধ্যে বিশ্বজুড়ে এক হাজার কোটি রুপি আয় ছাড়িয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা