বিনোদন

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের ছবি ফাঁস!

সান নিউজ ডেস্ক: টালিউডের চর্চিত জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। এক দশকের বেশি সময় ধরে প্রকাশ্যেই প্রেম করছেন এই জুটি।

আরও পড়ুন: শাকিবের বাড়িতে বুবলী!

কিন্তু নেই বিয়ের কোনো খবর। ভক্ত থেকে শোবিজ অঙ্গন সবার মনে একি প্রশ্ন কবে বিয়ে করছে অঙ্কুশ-ঐন্দ্রিলা। এ নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাদের।

আলোচনা আরো বেড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অঙ্কুশের একটি পোস্টকে কেন্দ্র করে। যেখানে নায়িকার সাথে ঠোঁটে ঠোঁট বসানো ছবি পোস্ট করে তিনি সেখানে লেখেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না...।’ মুহুর্তেই ভাইরাল হয় তার ঐ পোস্ট।

এবার এই প্রেমিক যুগলের বিয়ের ছবি ফাঁস হয়েছে। মঙ্গলবার ভালোবাসা দিবেসে (১৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এমনই ছবি শেয়ার করেন টালিউড নায়িকা ঐন্দ্রিলা। ছবির ওপর ক্যাপশনে লেখা, ‘বিয়ের আগের রাতে।’

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে বরের সাজে অভিনেতা। হলুদ পাঞ্জাবিতে সেজেছেন তিনি। পাশেই কনের সাজে বসা ঐন্দ্রিলা। পরনে লাল বেনারসি, ওড়না, নাকে নথ, কপালে কলকে ও শরীরজুড়ে মানানসই গয়না।

গত কয়েকদিন ধরেই ‘বিয়ে কেন হচ্ছে না’ শিরোনামে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই অভিনেতা। সেখানে কখনো বিয়ে না হওয়া, কখনো ঐন্দ্রিলার সঙ্গে ব্রেকআপ, আবার কখনো প্রসেনজিৎ ও আবির চ্যাটার্জির প্রশ্ন নিয়ে ভিডিও পোস্ট করেন তিনি।

আরও পড়ুন: রুক্মিণীকে কটাক্ষ করলেন শ্রীলেখা!

এতসব আলোচনার মধ্যেই অঙ্কুশ ও ঐন্দ্রিলার বর-কনের সাজে ছবি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠা প্রশ্নে অনেকে বলছেন, তাহলে কি অবশেষে বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আবার কেউ কেউ বলছেন, এটা কোনো ওয়েব সিরিজ বা সিনেমার প্রচারণা।

অঙ্কুশ-ঐন্দ্রিলার পরবর্তী সিনেমা ‘লাভ ম্যারেজ’। এ ছাড়া এই ছবিতে দেখা যাবে রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্যকে। ধারণা করা হচ্ছে এতসব কিছু এই সিনেমার প্রোমোশনকে কেন্দ্র করেই। তবে এ নিয়ে মুখে কুলুপ এটেছেন এই দুই অভিনয় শিল্পী।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা