শনিবার, ৫ এপ্রিল ২০২৫
বিনোদন প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৭
সর্বশেষ আপডেট ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৮

ফের এক ছাদের নিচে শাকিব-অপু!

সান নিউজ ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন, আমার তো মা-বাবা নেই। শ্বশুর-শাশুড়িই এখন আমার মা-বাবা। তো বাবা-মায়ের বাসায় যাব না কেন? প্রায়ই যাওয়া হয় সেখানে। তাদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে।

আরও পড়ুন: আবেদনময়ী রাইমার রুপের রহস্য!

সম্প্রতি বুবলী তার সন্তান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলে শাকিব খান জানান, বুবলী বা অপু কারো সঙ্গেই আর তার সম্পর্ক ঠিক হওয়ার সম্ভবনা নেই।

তবে অপু বিশ্বাস সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি অনুতপ্ত। তিনি শাকিব খানের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, শাকিব খানের সঙ্গে এখন প্রায়ই তার কথাবার্তা হয়। ব্যক্তিগত ব্যাপারের পাশাপাশি কাজ নিয়েও পরামর্শ চাই তার কাছে।

আরও পড়ুন: তুমি সেক্সি!

অপু বলেন, আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করি। কখনো আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। তা ছাড়া শাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝেমধ্যে পরামর্শ দেয়।

অপু বিশ্বাসের এমন উপলব্ধি প্রকাশ্যে আসার পর শোবিজে কানাঘুষা চলছে, বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে আসছেন এ জুটি? বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস বললেন, ‘সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করছে না করছে, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ।’

উল্লেখ্য, ঢাকাই শোবিজের শাকিব খান-অপু বিশ্বাস-শবনম বুবলী এই ত্রয়ী সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে এই দুই চিত্রনায়িকার সম্পর্ক, বিচ্ছেদ, সন্তান সব মিলিয়ে বছরজুড়েরই আলোচনা চলে শোবিজ অঙ্গণে।

ভালোবেসে বিয়ের পর ঢালিউডের আলোচিত জুটির সংসারে পুত্রসন্তান আব্রাহাম খান জয় আসে, ছেলের বয়স যখন দুই বছর তখন বিচ্ছেদের পথে হাঁটেন শাকিব ও অপু। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা। বিচ্ছেদের ছয় বছরের মাথায় অপু বিশ্বাসের উপলব্ধি হয়েছে, আবেগের বশবর্তী হয়ে সেসব বলেছিলেন। তিনি তাদের কাছে ক্ষমা চান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা