সান নিউজ ডেস্ক: লকডাউনের সময় সিনেমা শিল্পের অনেকে স্মার্টফোনে ছবি তৈরির প্রস্তাব রাখে। সেই উদ্যোগের ফল হিসেবে অ্যাপলের আইফোনে শ্যুটিং করা হয়েছে সম্পূর্ণ একটি সিনেমা ‘ফুরসত’। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।
আরও পড়ুন: তেলের উৎপাদন কমাচ্ছে রাশিয়া
অ্যাপলের কর্ণধার টিম কুক টুইটারে ‘ফুরসত’-এর প্রশংসা করেছেন।
বিশালের কথায়, ‘প্রথাগত সিনে-ক্যামেরার সঙ্গে প্রচুর মানুষ এবং লেন্স দরকার পড়ে, ফলে চলাফেরা করাই মুশকিল হয়। স্মার্টফোনে সে সবের বালাই নেই। সমস্যা এড়িয়ে অনেক দ্রুততার সঙ্গে শুটিং করা যায়।’
ভবিষ্যৎ দর্শনের গল্প নিয়ে ছবিটিতে অভিনয় করেছেন ঈশান খট্টর ও ওয়ামিকা গাবিব।
এর আগে অনেকেই স্মার্টফোন ব্যবহার করে ছবি তৈরি করছেন। হলিউড পরিচালক স্টিভেন সোডারবার্গ আইফোন ব্যবহার করে তৈরি করেছেন পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘আনসেন’ ও ‘হাই ফ্লাইং বার্ড’।
সান নিউজ/এনজে/এনকে