সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। অর্থ প্রতারণা মামলায় ক্যারিয়ারে ধস নামে এই শ্রীলঙ্কান সুন্দরীর।
আরও পড়ুন: বলিউড বাদশাকে প্রাণনাশের হুমকি
এরই মাঝে পেলেন জোড়া সুখবর তিনি। শুক্রবার (২৭ জানুয়ারি) এ অভিনেত্রীকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে পাতিয়ালা আদালত।
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ প্রতারণা মামলায় জড়ানোর পর থেকে অভিনেত্রীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চলছিল। অনুমতির জন্য বেশ কয়েকবার আবেদনের পর অবশেষে তা মিলল। তবে আদালতের নির্দেশনা অনুযায়ী, জ্যাকুলিনকে ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যেই বিদেশ সফর সারতে হবে এবং দুবাই থেকে ফিরেই আদালতে হাজিরা দিতে হবে।
এ বিষয়ে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল জানান, ‘তিনি প্রত্যেক তারিখে নিয়ম অনুযায়ী আদালতে হাজির হন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো জোরালো প্রমাণ দাখিল করতে পারেনি। আর এটা অভিনেত্রীর ব্যক্তিগত সফর নয়, তার কাজের জন্য।’
অপর সুখবরটি হলো, তার অভিনীত হলিউড সিনেমার একটি গান অস্কারে মনোনয়ন পেয়েছে।
আরও পড়ুন: মানুষের কথা ভাবতে চাইনি!
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকুলিন ফার্নান্দেজের অভিনীত হলিউড সিনেমা ‘টেল ইট লাইক আ ওমেন’র একটি গান ৯৫তম অস্কারে মনোনয়ন পেয়েছে। অস্কারের ‘সেরা মৌলিক গান’ বিভাগে নমিনেশন পেয়েছে এটি। গানটির শিরোনাম ‘অ্যাপ্লজ’। এ গানের কথা ও সংগীতায়োজন করেছেন ডায়ান ওয়ারেন। পারফর্ম করেছেন সোফিয়া কারসন।
এ খবরের প্রতিক্রিয়ায় জ্যাকুলিন বলেন, ‘আমি এখন নির্বাক। অভিনন্দন ডায়ান ওয়ারেন ওসফিয়া কারসনকে অস্কারে মনোনয়ন পেয়ে আমাদের গর্বিত করার জন্য। এই ছবিতে কাজ করা আমার জন্য সম্মানের।’
প্রসঙ্গত, জ্যাকলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন।
২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার ২ (২০১১)। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউজফুল ২ (২০১২) এবং অ্যাকশনধর্মী রেস ২ (২০১৩) ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। ২০১৬ সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হল কমেডিধর্মী হাউজফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম, ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট।
সান নিউজ/এনজে/এনকে