বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়াক সিয়াম আহমেদ ও নায়িকা পরিমনী জুটির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি
শুক্রবার (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে তরুণ আবু রায়হান জুয়েল পরিচালনায় নির্মিত শিশুতোষ এই সিনেমা। এরই মধ্যে প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি।
ফেইসবুকে একটি ভিডিতে সিয়াম জানান, কলকাতায় অবস্থান করার কারণে সশরীরে থাকতে পারেননি তিনি।
আরও পড়ুন: প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়
এ সময় সিয়ামের সঙ্গে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখতে আহ্বান জানালেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎ বলেন, ‘আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে, যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য-অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেই গল্প নিয়ে ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে।’
আরও পড়ুন: ১৫০টি আসনে ইভিএমে ভোট
তিনি আরও বলেন, “আমিও দু’বছর অন্তর অন্তর ‘কাকাবাবু’ করি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ। সবাই হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি দেখো। আমিও অপেক্ষায় থাগবো ছবিটি দেখার জন্য।”
প্রসঙ্গত, মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী।
সান নিউজ/এনজে/এমআর