বিনোদন প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নাট্যনির্মাতা ও প্রযোজক মোহাম্মদ বরকত উল্লাহ। তিনি কালজয়ী বেশ কিছু নাটকের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক জিএম।
বাংলাদেশ অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, সোমবার (৩ আগস্ট) সকাল ৯টায় পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মোহাম্মদ বরকতউল্লাহ বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহর স্বামী এবং জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা। বিটিভির দর্শকপ্রিয় সব নাটকের সঙ্গে জড়িয়ে আছে গুণী এই নির্মাতার নাম। তার নির্মিত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে- ‘কোথাও কেউ নেই’, ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’।
করোনা ছাড়াও মোহাম্মদ বরকত উল্লাহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থা বেশি অবনতি হওয়ায় রোববার (২ আগস্ট) রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। সে সময় মেয়ে বিজরী বরকতউল্লাহ ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ‘করোনায় আক্রান্ত আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। সকলেই বাবার জন্য দোয়া করবেন।’
সান নিউজ/সালি/ এআর