সান নিউজ ডেস্ক:
আবারও বিয়ে করলেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। এবার হেয়ারড্রেসার থেকে হলিউড মোগল জন পিটারসের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। উভয়েরই এটি পঞ্চম বিয়ে।
গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের মালিবু শহরে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পঞ্চম স্বামীকে হলিউডের আদর্শ ‘দুষ্টু বালক’ হিসেবে অভিহিত করেছেন পামেলা। ইনস্টাগ্রামে নিজের সাদাকালো কয়েকটি ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘হাওয়ায় হাওয়ায় ভালোবাসা।’
তিন দশক আগে প্রথম সম্পর্কে জড়ান পামেলা ও জন পিটারস। আশির দশকে প্লেবয় ম্যানসনে প্রথম দেখাতেই একে অপরকে ভালো লেগে যায়। কিন্তু পরে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। এরপর কেটেছে অনেকটা সময়। অবশেষে নিয়তি তাদের চার হাত এক করে দিলো।
আমেরিকান ম্যাগাজিন দি হলিউড রিপোর্টারকে সাবেক ‘বেওয়াচ’ তারকা ও প্রাণী অধিকারকর্মী পামেলা বলেন, ‘কারও সঙ্গে তুলনা করা যাবে না। তাকে পরিবারের স্বজনের মতোই অনেক ভালোবাসি। তার জীবন নিয়ে খুব দুশ্চিন্তা হয়। আমার জায়গায় অন্য কোনও নারী থাকলে এমনই লাগতো। জীবনের অনেকটা সময় পেরিয়ে আমার উপলব্ধি হয়েছে, ও সবখানেই আমার পাশে ছিল।’
৭৪ বছর বয়সী জন পিটারস প্রথিতযশা হেয়ারস্টাইলিস্ট ছিলেন। অভিনেত্রী বারবারা স্ট্রাইস্যান্ডের সঙ্গে প্রেমের সুবাদে খ্যাতি ছড়িয়ে পড়ে তার। ১৯৭৬ সালে বারবারা অভিনীত ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির মাধ্যমে প্রযোজনায় নাম লেখান তিনি। নব্বই দশকে কলাম্বিয়া পিকচার্সের সহ-চেয়ারম্যান পদ দেওয়া হয়েছিল তাকে। টিম বার্টনের ‘ব্যাটম্যান’ সিরিজের দুটি ছবি তৈরি হয়েছে তার প্রযোজনায়। ২০০৬ সালে ডিসি কমিকসের আরেক জনপ্রিয় চরিত্র নিয়ে তিনি প্রযোজনা করেন ‘সুপারম্যান রিটার্নস’। লেডি গাগা অভিনীত ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির প্রযোজক দলে ছিলেন তিনি।