বিনোদন ডেস্ক: বিয়ে করলেন আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় অভিনেতা কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে
পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
পলাশের বিয়ের খবরটি জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না
অমি লিখেছেন, আপনাদের-আমাদের সবার প্রিয় জিয়াউল হক পলাশ। ২০১৬ সালের মার্চ-এপ্রিলের দিকে পলাশ আমার সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করে। অত্যন্ত পরিশ্রমী ও বাধ্যগত ছেলে সে। আমার বিভিন্ন কাজে জোর করে পলাশকে দিয়ে এক সিকোয়েন্স, দুই সিকোয়েন্স করে অ্যাক্টিং করাতাম। সে (পলাশ) কখনোই অ্যাক্টিং করতে চাইত না। বলতো, অ্যাক্টিং করলে আমি ডিরেকশনের কাজে মনোযোগী হতে পারি না। কিন্তু আমার কেন যেন সবসময় মনে হতো, ওকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব। সেজন্য আমি আমার হাল ছাড়িনি, একটার পর একটা চেষ্টা চালিয়ে গিয়েছি। এই চেষ্টা, পলাশের পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফল আজকের পলাশ ওরফে কাবিলা।
তিনি আরও লেখেন, দেখতে দেখতে ও (পলাশ) কত বড় হয়ে গেল। নিজে ডিরেকশন শুরু করল, অভিনেতা হিসেবে সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল। ওকে নিয়ে রাস্তায় বের হলে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ে, বলে বুঝাতে পারব না আমার কতটুকু ভালো লাগে। অন্য কেউ এটা অনুভব করতে পারবে না।
আরও পড়ুন: ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১০
প্রসঙ্গত, নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে শোবিজে পা রাখেন জিয়াউল হক পলাশ। এরপর তিনি অভিনয়ে জড়িয়ে পড়েন। কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করে তিনি দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছেন। পাশাপাশি একাধিক ওটিটি কনটেন্টে কাজ করেও প্রশংসা পেয়েছেন।
এর পাশাপাশি নিজের নির্মাণকাজও চালিয়ে যাচ্ছেন সমান তালে। একাধিক নাটক ও বিজ্ঞাপনচিত্রে সম্ভাবনা জাগিয়েছেন এই তরুণ।
সান নিউজ/এমআর