বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই বর্তমান সময়ের অভিনেতাদের ওপর বেশ চটেছেন। তারকাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ইঁদুর-দৌড় প্রতিযোগিতা পছন্দ নয় বলিউডের এই বর্ষীয়ান নির্মাতার।
আরও পড়ুন: সুনাক ক্ষমতা নিতেই ৯ মন্ত্রীর পদত্যাগ
সুভাষের মতে, চলচ্চিত্র তারকারা এখন শুধু বড় পর্দাতেই নিজেদের সীমাবদ্ধ রাখছেন না। অহরহ ছুটে আসছেন ছোট পর্দায়। হোক সেটা কোনো শোয়ের উপস্থাপনায় নয়তো কোনো পণ্যের বিজ্ঞাপনী প্রচারণায়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারের মুখোমুখি হন সুভাষ ঘাই। সেখানে তাকে নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তির্যক মন্তব্য করেন তিনি। বলেন, ‘তরুণ প্রজন্ম আগে টাকার কথা চিন্তা করে। ওরা তো নিজের ব্র্যান্ডিং তৈরি করতেই ব্যস্ত। শুটিং ছেড়ে ওরা যা করেন, তা দেখে তো ওদের সাবান-তেল বিক্রেতা মনে হয়!’
আরও পড়ুন: বাংলাদেশকে বিদ্যুৎ দেবে নেপাল
অবশ্য প্রশংসায় ভাসিয়েছেন শাহরুখ, সালমান ও আমির খানকে। নির্মাতার ভাষ্য, ‘নব্বই দশকে ওরা সিনেমার গুরুত্ব বুঝতেন। ওরা জানতেন যে, সিনেমাটা ভালো তৈরি হলে টাকা ঠিকই আসবে।’
বি-টাউনের বর্তমান প্রজন্মের অভিনেতাদের নিয়ে হতাশার সুর ‘পরদেশ’ নির্মাতার কণ্ঠে। সুভাষের বর্ণনায়, ‘দু’রাত না ঘুমিয়ে শুটিং আজকের দিনে ভাবা অকল্পনীয়। এখনকার অভিনেতারা অফার পেলে দু-তিন দিনের জন্য সিনেমার শুটিং বন্ধ করে আগে বিজ্ঞাপনের শুটিং করতে চলে যাবেন।’
আরও পড়ুন: বাংলাদেশে আসবেন কাতারের আমির
প্রসঙ্গত, প্রায় ৮ বছর ধরে পরিচালনায় নেই সুভাষ ঘাই। ‘কাঞ্চি: দ্য আনব্রেকেবল’ ছিল তার পরিচালিত শেষ সিনেমা। এরপর পরিচালনাতে নিয়মিত না হলেও বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন তিনি।
সূত্র : আনন্দবাজার
সান নিউজ/এমআর