বিনোদন নিউজ ডেস্ক : দক্ষিণী সিনেমার ‘গব্বর সিং’খ্যাত জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ সিনেমার পাশাপাশি রাজনীতিতে সক্রিয়। জন সেনা পার্টির (জেএসপি) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি।
আরও পড়ুন : নতুন প্রেমে সামান্থা!
তামিল এই অ্যাকশন হিরো ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন। বর্তমানে তৃতীয় স্ত্রীর সঙ্গে সংসার জমিয়েছেন এই নায়ক। বিরোধী দলের নেতা কিছুদিন আগে পবন কল্যাণের তিন বিয়ে নিয়ে কটাক্ষা করে বক্তব্য দেন।
চলতি বছরের গত ১৮ অক্টোবর বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন সুপারস্টার পবন।
আরও পড়ুন : ব্যক্তিগত জীবনের জন্য সময় নেই
এসময় তিনি বলেছিলেন—‘আমি প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিলাম। আইন অনুযায়ী প্রথম স্ত্রীকে ৫ কোটি রুপি খোরপোশ দিয়েছি। দ্বিতীয় স্ত্রীকে আইনত ডিভোর্স দিয়ে তৃতীয় বিয়ে করেছি। দ্বিতীয় স্ত্রীকেও আইনত সম্পত্তি দিয়ে দিয়েছি।’
অন্ধ্রপ্রদেশের মহিলা কমিশন পবন কল্যাণের এই বক্তব্য ভালোভাবে গ্রহণ করেননি। বরং এই অভিনেতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন কমিশনের চেয়ারপার্সন ভাসিরেড্ডি পদ্মা।
আরও পড়ুন : ৬ বছর আগে বিয়ে করেছেন তারা!
প্রশ্ন ছুড়ে দিয়ে ভাসিরেড্ডি পদ্মা বলেন—‘পুরুষেরা যদি কোটি, লাখ, হাজার রুপি খোরপোশ দিয়ে স্ত্রীকে ডিভোর্স দেয়, তাহলে কোন নারী নিরাপদ থাকবে?’
তিনি আরও বলেন,‘পবন কল্যাণ একজন জনপ্রিয় নায়ক ও একটি রাজনৈতিক দলের প্রধান। তার বক্তব্য সমাজে ও তার ভক্তদের মাঝে প্রভাব ফেলে তা কি তিনি উপলদ্ধি করতে পারেননি?’ ।
আরও পড়ুন : পুরুষেরা আমাকে ভয় পায়
অভিনেতা পবন কল্যাণের এমন বক্তব্যে নারীরা হতবাক হয়েছেন । এজন্য তাকে এই বক্তব্য প্রত্যাহার করে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে বলে আইনি নোটিশে জানানো হয়েছে।
চলতি বছরের গত ২৫ ফেব্রুয়ারি পবন কল্যাণ অভিনীত সর্বশেষ সিনেমা ‘ভীমলা নায়ক’ মুক্তি পায়। সাগর কে চন্দ্র পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।
আরও পড়ুন : এবার মহেশ বাবুর সঙ্গে দীপিকা!
মালায়ালাম ভাষার ব্লকবাস্টার ‘আয়াপানুম কোশিয়ুম’ সিনেমার রিমেক ‘ভীমলা নায়ক’। এর চিত্রনাট্য রচনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস।
এ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—রানা দাগ্গুবতি, নিথিয়া মেনন, মুরালি শর্মা, রঘু বাবু প্রমুখ।
পরিচালক হরিষ শংকরের ‘পিএসপিকে২৮’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পবন। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন : এক হচ্ছেন বিজয়-অ্যাটলি
শোনা যাচ্ছে, এ সিনেমায় পবনের বিপরীতে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি। তা ছাড়াও তার হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ।
কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়সী অভিনেত্রী নিধি আগরওয়াল।
১৯৭১ সালের ২রা সেপ্টেম্বর কোনিদেলা কল্যাণ বাবু জন্মগ্রহন করেন। পবন কল্যাণ মঞ্চ নামে বেশি পরিচিতি পান তিনি ।
আরও পড়ুন : অসভ্যতা না করলে চেঁচাবো না
পবন কল্যাণ একজন দক্ষিণী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রলেখক, লেখক, এবং রাজনীতিবিদ। তিনি রাজনীতিবিদ বনে যাওয়া নায়ক সুপারস্টার চিরঞ্জীবীর ছোট ভাই।
তিনি প্রধানত তেলুগু চলচ্চিত্রে কাজ করে থাকেন। পবন কল্যাণ ১৯৯৬ সালে তেলুগু ছবি আক্কাডা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন।
সান নিউজ/এইচএন