ছবি: সংগৃহীত
বিনোদন

শাকিবকে বাবা বলেছি, তার নায়িকা হবো না

বিনোদন ডেস্ক: কয়েক বছর আগে শাকিব খানের সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন পূজা চেরি। তবে এখন তাকে এ নায়কের নায়িকা রূপে দেখা যায়। এমনকি শোনা যাচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। পূজার মতো দীঘিও শিশুশিল্পী হিসেবে শাকিবের সিনেমায় অভিনয় করেছেন। তাই ধারণা করা হচ্ছে, হয় তো দীঘিও শাকিব খানের নায়িকা হবেন।

আরও পড়ুন: বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ

তবে বিষয়টি নিয়ে দীঘি জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘আমার মনে হয় না বিষয়টা খুব ইজি হবে। আমি একজনকে ছোটবেলায় চাচ্চু বলে ডেকেছি। বাবা বলেছি। তার সঙ্গে ইজিলি গান গেয়ে নাচব এটা পসিবল না। যারা করেনি ছোটবেলায়, তাদের জন্য ইজি। বাট আমার জন্য ইজি না। আমি নিজেও মানতে পারব না, দর্শকরা আরও মানতে পারবে না। তবে চরিত্র ডিমান্ড করলে সেটা ভেবে দেখব। কিন্তু আমি নট শিওর এবাউট ইট।’

এদিকে, ঢাকাই ছবির তরুণ নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারকা অভিনেতা শাকিব খান। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে রাফি নিজেই প্রকাশ করেছেন এই খবর। তবে নির্মাতা রায়হান রাফি নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিতে নায়িকা হিসেবে শবনম বুবলী এবং পূজা চেরির কেউ থাকছেন না। আসছেন নতুন নায়িকা।

আরও পড়ুন: দুই অভিনেত্রীর পোস্ট ভাইরাল

নতুন ছবিতে ছবিতে নায়িকা কে থাকছেন জানতে চাইলে রাফি বলেন, ‘একদম নতুন কাউকে দেখা যাবে। তবে সেটা সবার জন্য চমকও বলতে পারেন। আপাতত তাই নায়িকার বিষয়টা কাউকে জানাতে চাচ্ছি না।’

এদিকে, অপু বিশ্বাসের পর শবনম বুবলীর সন্তানকেও বাবার স্বীকৃতি দিয়েছেন শাকিব খান। এছাড়া শাকিব খানের সঙ্গে তার বিয়ের তারিখও প্রকাশ করেছেন বুবলী। তবে বিয়ের কাবিনামা এখনও অপ্রকাশিত।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

শাকিব-বুবলী-সন্তান ইস্যু সামনে আসার সঙ্গে সঙ্গে পূজা চেরির সঙ্গে শাকিবের প্রেমের বিষয়টিও চর্চিত হতে থাকে। নানা রটনা-ঘটনা আসতে থাকে আলোচনায়। এই পরিস্থিতে শাকিবের সঙ্গে প্রেমের বিষয়টিও অস্বীকার করেন পূজা। জানান, এগুলো গুজব। এক শ্রেণির মানুষের বানানো গল্প।

অন্যদিকে, দীঘি এখন সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি কাজ করে যাচ্ছেন সমানতালে। পড়াশোনা আর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তাই ব্যক্তিগত জীবনে প্রেম-ভালোবাসা নিয়ে ভাবার সময় পান না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা