বিনোদন ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনা কারণে অনেকদিন ধরে সপরিবারে সিঙ্গাপুর রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেখানেই দুর্রঘটনার সম্মুখীন হলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
করোনা পরিস্থিতির কারণে অনেকদিন ধরে সপরিবারে সিঙ্গাপুর রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেখানেই দুর্রঘটনার সম্মুখীন হলেন জনপ্রিয় এই অভিনেত্রী। সাইকেল চালাতে গিয়ে আহত হয়েছেন তিনি।
কবজিতে বেকায়দায় মোচড় লেগেছে। লকডাউনে নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাইকেল চালানোর অভ্যেস করেন তিনি। কিন্তু এবার অঘটনের শিকার হন।
ঋতুপর্ণা জানান, ‘চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউটার্ন নিতে গিয়েছিলাম। তখনই সামলাতে না পেরে বেকায়দায় মোচড় লাগে ডান হাতের কবজিতে। সঙ্গে সঙ্গে অবশ হয়ে যায় হাত, আঙুল। কবজির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও চোট পেয়েছি।’
ডাক্তার জানান, কবজি বা আঙুলে কোনও চিড় ধরেনি, এটাই সবচেয়ে ভাল খবর। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য হাতে আকুপাংচার করাচ্ছেন ঋতুপর্ণা। তাতে ব্যথা অনেকটাই বশে।
লকডাউনে কলকাতায় আপাতত কাজ না থাকলেও সিঙ্গাপুরে বসেই নিজের ইউ টিউব চ্যানেল খুলেছেন ঋতুপর্ণা। সেখানে তিনি সিনেমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে নিয়মিত আলোচনায় যোগ দিচ্ছেন।
সান নিউজ/ আরএইচ