বিনোদন

কর্মবিরতির হুঁশিয়ারি শিল্পী সমিতির

বিনোদন ডেস্ক:

পাল্টা কর্মসূচি আর বয়কটে উত্তপ্ত বিএফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বয়কটের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান মিশা সওদাগর ও জায়েদ খানের পদত্যাগ দাবিতেও গতকাল (১৯ জুলাই) মানববন্ধন করেন সমিতির সদস্যপদ হারানো শিল্পীরা।

দুপুর পর থেকে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। অন্যদিকে বয়কটের প্রতিবাদে সন্ধ্যায় ছিল শিল্পী সমিতির সংবাদ সম্মেলন।

অনেকেই ধারণা করছিলেন, পাল্টা কোনও কর্মসূচি দিতে যাচ্ছে শিল্পীদের এই সংগঠন। তবে বিএফডিসির জহির রায়হান কালার স্টুডিওতে সংবাদ সম্মেলন শুরু হওয়ার পর থেকে ঐক্যের সুরে কথা বলেন সংগঠনটির নেতাসহ এর সদস্যরা। কিন্তু এটাও জানান, সাত দিনের মধ্যে বয়কট প্রত্যাহার করা না হলে, কর্মবিরতিতে যাবে শিল্পী সমিতি। বিষয়টি তুলে ধরেন সমিতির সভাপতি মিশা সওদাগর।

তিনি বলেন, ‘আমরা ভয় পাই, আমাদের ভয় দেখাবেন না; ভয় ভেঙে গেলে আমরা সামনে থেকে কথা বলতে এক বিন্দু ছাড় দেব না। তাই আপনাদের সম্মান ধরে রাখতে আমাদের আর ভয় দেখাবেন না। সিনেমায় অভিনয় করি পাজির, আর বাস্তবে আমি কিন্তু হাজি। তাই সিনেমার হুঙ্কার দিতে চাই না, আমি চাই শান্তি। শান্তির জন্যই এই সমস্যার সমাধানের অনুরোধ করা হলো। তা না হলে আগামী এক সপ্তাহ পর শিল্পীরা কর্মবিরতিতে যাবো।’

নায়ক রুবেলের সঞ্চালনায় প্রথমেই বক্তব্য দেন অভিনেতা ও শিল্পী সমিতির প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর। চলচ্চিত্র সমিতি নির্বাচনের সাবেক নির্বাচন কমিশনার ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যের শুরুতে বর্তমান শিল্পী সমিতির করোনাকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

প্রযোজক সমিতির বয়কট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভুল-ভ্রান্তি মানুষেরই হয়। বিভেদ নয়, কেউ কাউকে বাদ দিয়ে চলচ্চিত্র এগুতে পারবে না।’

অন্যদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারানোদের প্রতি বার্তা দিয়ে রুবেল বলেন, ‘আপনাদের যদি যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই পূর্ণ সদস্য হিসেবে আমাদের মাঝে ফিরে আসবেন, সেটা আশা করি।’

৩ ঘণ্টা চলা এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বয়কট হওয়া শিল্পী ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ জানান, তার কাজে হিংসাপরায়ণ হয়ে এই বয়কট করা হয়েছে।

আর মিশা আরও বলেন, ‘আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে সব সমস্যার সমাধান হবে। করোনার এই খারাপ সময়ে এগুলোর দরকার ছিল না। চাইলে আমরা আলোচনার মাধ্যমেই সমাধান করতে পারতাম। আশা করি, সেভাবেই এর সমাধান হবে।’

উল্লেখ্য, ‘স্বার্থবিরোধী কর্মকাণ্ড’র দায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান দুই ব্যক্তি মিশা সওদাগর ও জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ বা ‘বয়কট’ করেছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন।

বুধবার (১৫ জুলাই) বিএফডিসির জহির রায়হান কালার স্টুডিওতে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। যার নেতৃত্বে ছিল প্রযোজক পরিবেশক সমিতি। এরপর গতকাল শিল্পী সমিতির নেতাদের বিরুদ্ধে মানববন্ধন করেন সমিতির সদস্যপদ হারানো ১৮৪ সদস্য।

এগুলো নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে হামলা, আহত ৪

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়...

নাম পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর

নিজস্ব প্রতিবেদক: যমুনা নদীর ওপর নবনির্মিত উদ্বোধনের অপেক্ষা...

ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক সভা

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শুক্রবার (২৯ নভেম্বর) বেশ...

বর্ষসেরার দৌড়ে ভিনি-রদ্রি

নিজস্ব প্রতিবেদক : এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের দৌড়ে র...

চিন্ময় ইস্যুর ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ...

ফিনজাল আঘাত হানবে আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছেন বঙ্গোপসাগর...

দানবাক্সে মিললো ২৯ বস্তা টাকা

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার আ...

লন্ডনের উদ্দেশে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: আজ ১০ দিনের সফর...

রাজধানীতে স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা হয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা