সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির সুন্দরীদের মধ্যে আলিয়াও অন্যতম। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা।
আরও পড়ুন: অবশেষে বার ড্যান্সার পূজা চেরি
দীর্ঘদিন প্রেম করার পর অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেছেন। কিছুদিন আগে এই অভিনেত্রী জানান, তিনি অন্তঃসত্ত্বা। এবার তার পোশাকেও পাওয়া গেলো সেই বার্তা।
আলিয়া-রণবীরের পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। শুক্রবার (২ সেপ্টেম্বর) হায়দরাবাদে সিনেমাটির প্রচারে গিয়েছিলেন এই জুটি। সেখানেই নজর কাড়ল আলিয়ার গোলাপি পোশাক। এই পোশাকের পেছনে ইংরেজিতে লেখা ‘বেবি অন বোর্ড’ অর্থাৎ সন্তান আসছে। এখানেই শেষ নয়, পোশাকের পুরো অংশ জুড়েই ইংরেজি অক্ষরে ‘লাভ’ লেখা রয়েছে। আলিয়ার এই ইউনিক স্টাইল নিমেষে ভাইরাল হয়েছে।
গত এপ্রিলে বিয়ে করেন রণবীর ও আলিয়া ভাট। এরপর জুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন আলিয়া। তারপর তার হলিউড সিনেমার শুটিংয়ের জন্য ইউরোপে গিয়েছিলেন। দেশে ফিরে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং শেষ করেন এই নায়িকা। পরে কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘ডার্লিংস’ সিনেমার প্রচার করেছেন। বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রচারে ব্যস্ত আলিয়া ভাট।
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি প্রযোজনা করেছেন করন জোহর। পরিচালনায় আছেন আয়ান মুখার্জি। সিনেমাটি নির্মাণে পাঁচ বছর সময় লেগেছে। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ।
তিন ভাগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। প্রথম অংশের নাম রাখা হয়েছে ‘শিবা’। আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করেছেন নির্মাতারা।
আরও পড়ুন: হলিউড একটা বিশাল পতিতালয়
প্রসঙ্গত, আলিয়া ভাটের রূপালী পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ছয় বছর বয়সে, ১৯৯৯ সালে শিশুশিল্পীর ভূমিকায়, তনুজা চন্দ্র পরিচালিত নাট্যধর্মী সংঘর্ষ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চলচ্চিত্রে ভাটের সহ-শিল্পী ছিলেন, অক্ষয় কুমার ও প্রীতি জিন্টা, যেখানে ভাট জিন্টার শৈশব চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি বক্স অফিসে প্রায় ₹৫০ মিলিয়ন আয় করে।
২০১২ সালে, ভাট চলচ্চিত্রে সর্বপ্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধবনের বিপরীতে, করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রে। এ চলচ্চিত্রে তিনি শানায়া সিংহানিয়া চরিত্রে উপস্থিত হয়েছেন। চলচ্চিত্রে শানায়া একজন অত্যাধুনিক কিশোরী, যিনি ধবনের চরিত্রের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন আবার অন্য চরিত্র মালহোত্রার প্রতিও এক পর্যায়ে আকৃষ্ট হয়ে পড়েন।
বলিউড হাঙ্গামার তরণ আদর্শ, ভাটের অভিনয় কর্মক্ষমতা সম্পর্কে উল্লেখ করেছেন, "আলিয়ার চরিত্র কাভি খুশি কাভি গাম... (২০০১) চলচ্চিত্রে কারিনা কাপুরের অভিনয় স্মরণ করিয়ে দেয়। আড়ম্বরপূর্ণ, অভিজাত, রূপালী চামচ মুখে জন্মগ্রহণকারী, যে কিনা শুধু তার পোশাক-ব্যাগ জাঁকালভাবে প্রদর্শন করতে পছন্দ করে আর ভালোবাসে ঐশ্বর্যের বহিঃপ্রকাশ ঘটাতে। অত্যন্ত বিচ্ছুরিতভাবে, আলিয়া একটি অতি-আত্মবিশ্বাসী চরিত্রে আত্মপ্রকাশ করেছেন।
সান নিউজ/এনকে