আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব
বিনোদন

আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত জনপ্রিয় প্রভাবশালী নায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ সন্তান জন্মের পর বেশ উচ্ছ্বসিত। এ দম্পতি তাদের একমাত্র সন্তানের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। ইতোমধ্যে সন্তানের আকিকাও সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন : আপনাদের বিয়ের বাদ্য কবে বাজবে?

এদিকে পরীমনিকে বিয়ের পর থেকেই রাজকে পরিচয় করানো হতো পরীমনির স্বামী হিসেবে। বিষয়টির মুখোমুখি কখনো এই চিত্রনায়ক নিজে হয়েছেন কিনা, জানতে চাইলে রাজ বলেন, অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি।

শরিফুল রাজ বলেন, সবাই বোধ হয় এই প্রশ্নই করে আমাকে। কিন্তু আমি জানি না এই প্রশ্ন কেন করা হয়। পরীমনির স্বামীকে তো পরীমনির স্বামীই বলবে। আমি তো তার হাজবেন্ড। এটা খুবই নরমাল ইস্যু। এটাকে প্রায়োরিটি দিয়ে আলাদা করে ফোকাস করার তো কিছু নেই।

তিনি আরও বলেন, হ্যাঁ, এটা আমার আইডেনটিটি। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যে পরীমনির স্বামী, এটা তো খুব প্রাউডের ব্যাপার। এটাকে ডিনাই করার তো কোনো সুযোগই নেই।

আরও পড়ুন : চমক নিয়ে হাজির হলেন বাঁধন

রাজ আরও বলেন, এটাকে কেন সবাই একদম নির্দিষ্ট করে প্রশ্ন করে আমি জানি না। যারা এই প্রশ্ন করেন তাদের বলতে চাই, আমি পরীমনির স্বামী। তার জন্য সত্যিই গর্বিত আমি। অভিনেতা হিসেবে যেমন আইডেন্টিটি শরিফুল রাজ, শরিফুল রাজের এটাও আইডেন্টিটি যে পরীমনির স্বামী।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে সংবাদটি প্রকাশ্যে আনেন এ বছরের ১০ জানুয়ারি। পাশাপাশি একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে।

আরও পড়ুন : নতুন পরিচয়ে কারিনা

চলতি বছরের গত ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে কাজ সম্পন্ন করেন এ দুই তারকা। সর্বশেষ ১০ আগস্ট এই তারকা দম্পতি পুত্রসন্তানের মা-বাবা হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা