চাঁদনী
বিনোদন

নতুন রুপে হাজির হলেন চাঁদনী

সান নিউজ ডেস্ক: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। নাচ-মডেলিং আর অভিনয় দিয়ে আগেই দর্শকের মন কেড়েছিলেন তিনি। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘পরদেশী মেঘ’ এই কালজয়ী গানে নতুন আঙ্গিকে ভিডিও চিত্র নিয়ে আসছেন চাঁদনী।

আরও পড়ুন: আমার ভাল্লাগে না

‘পরদেশী মেঘ’ গানটি আবৃত্তি করেছেন চাঁদনী ও কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী। গানটির গীতায়োজন করেছে শাহরিয়ার আলম মার্সেল।

এছাড়া গানটিতে চাঁদনীর সঙ্গে সহশিল্পী হিসেবে আছে কোরিওগ্রাফার আবু নাঈম। গানটি নৃত্য এবং অভিনয় আঙ্গিকে তৈরি করা হয়েছে।

সম্প্রতি নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ‘পরদেশী মেঘ’ গানটির চিত্রধারণের কাজ সম্পন্ন করেন। কক্সবাজারের মনোরম পরিবেশে গানটির শুটিং হয়েছে।

এ বিষয়ে চাঁদনী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘পরদেশী মেঘ’ গানটি সবারই অনেক পরিচিত। আমার সবচেয়ে প্রিয় একটি গান। রবীন্দ্রনাথ নিয়ে আমরা অনেক কাজ করি কিন্তু নজরুল ইসলামকে নিয়ে সেভাবে কাজ করা হয়নি।

তিনি বলেন, এই গানটিতে যে ভিজুয়াল করা হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে। নজরুলকে নিয়ে হয়তো এভাবে সহজে কেউ কাজ করেনি। আমরা এই প্রজন্মের কথা মাথায় রেখে কাজটি করেছি।

আরও পড়ুন: নুসরাত-মিমিরা লুটেপুটে খাচ্ছেন (ভিডিও)

‘জানি না দর্শকের কাছে কেমন লাগবে। একদমই নতুনভাবে করা হয়েছে। কাজটি এমন হয়েছে যে ভিজুয়াল দেখে মনে হচ্ছিল আমরা কোনো চলচ্চিত্রে গান করতে গিয়েছি। নজরুলকে কিভাবে উপস্থাপন করা যায় নতুনত্বভাবে সেটায় আসলে আমাদের যৌথ একটা প্রচেষ্টা। দর্শক দেখলে এখন বুঝতে পারবেন যে এটা কেমন লাগছে। তাদের মতামতেই আসলে বোঝা যাবে যে কেমন হলো।’

নির্ঝর চৌধুরী বলেন, গানটিতে দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি পাশ্চাত্যের বাদ্যযন্ত্রও ব্যবহার করা হয়েছে। আশা করছি ব্যতিক্রমধর্মী এই কাজটি সবার ভালো লাগবে।

এদিকে নতুন করে বিভিন্ন নৃত্যানুষ্ঠান ও গানে অংশ নেওয়ার পাশাপাশি অভিনয় শুরু করেছেন চাঁদনী। নিয়াজ চন্দ্রদীপ পরিচালিত ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য দিয়ে অভিনয়ের দীর্ঘদিনের বিরতি ভেঙেছেন তিনি।

এরপর আলোচনায় এসেছেন বাংলাদেশ বেতারের ‘তাহাদের কথা’ নাটকে অংশ নিয়ে। সর্বশেষ বিটিভির ‘দুজনার দুটি পথ’ নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা