জয়া আহসান
বিনোদন

উপস্থাপনায় জয়া আহসান

সান নিউজ ডেস্ক: এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফিরেছেন তিনি।

আরও পড়ুন: ভাইয়ের সিনেমায় সোনাক্ষী

আজ শুক্রবার (২৯ জুলাই) মুক্তি পেল মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তবে সিনেমাটির প্রচারণায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া। সিনেমাটির কলাকুশলীদের নিয়ে মাছরাঙা টেলিভিশনের একটি আড্ডায় হাজির হন এ অভিনেত্রী। এ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর উপস্থাপক হিসাবে দেখা গেছে তাকে।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘উপস্থাপনা বা সঞ্চালনা নয়, যেহেতু আমি হাওয়া সিনেমার টিমের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি-জানি, সে জায়গা থেকে ক্যামেরার সামনে আড্ডা দিয়েছি; ভীষণ ভালো একটি সময় কেটেছে। আশা করছি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

তিনি আরও বলেন, ‘পরিচালক মেজবাউর রহমান সুমনের সঙ্গে আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক রয়েছে। যেমন-তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে, ফেরার পথ নেই থাকে না কোনো কালে, শহরতলীর আলো, তারপর পারুলের দিন, সাদা জামা স্মিতা এইসব, জ্যোৎস্না রশিদ, মিথ্যা তুমি দশ পিঁপড়া ইত্যাদি।

আরও পড়ুন: ট্রলের শিকার হলেন আলিয়া ভাট

তা ছাড়া সিনেমায় আমার প্রথম প্রযোজনা দেবীতে তার প্রডাকশনের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি। সেই কৃতজ্ঞতাবোধ থেকে সুমন ও ফেইসকার্ড যখনই আমাকে ডাকবেন, আমি এবং আমার প্রযোজনা সংস্থাকে সব সময়ই পাশে পাবেন।’ অনুষ্ঠানটি গতকাল মাছরাঙা টিভিতে প্রচার হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা