নিজস্ব প্রতিনিধি:
প্লেব্যাক সম্রাট এন্ডু কিশোরকে তার পছন্দের স্থানেই আজ সমাহিত করা হচ্ছে রাজশাহীতে। সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে থেকে শিল্পীর মরদেহ নিয়ে আসা হয় নগরীর শ্রীরামপুর এলাকার রাজশাহী সিটি চার্চে। এখানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সকাল ৯টায় শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। এরপর সবার দর্শনের জন্য কিছুক্ষণ রাখা হবে সিটি চার্চ।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শিল্পীর মরদেহ নেওয়া হবে রাজশাহী কেন্দ্রীয় কারাগার সংলগ্ন খ্রিস্টান কবরস্থানে। সেখানেই শিল্পীর ইচ্ছা অনুযায়ী মায়ের পাশে তাকে সমাহিত করা হবে।
চার্চের আনুষ্ঠানিকতা শেষে শিল্পীর মরদেহ সকলের শ্রদ্ধা জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজে নেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে এবং ডাক্তারের পরামর্শে সেসব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ জুলাই সন্ধ্যায় রাজশাহী নগরীর মহিষবাতান এলাকায় বড় বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যান্সার আক্রান্ত প্লেব্যাক সম্রাট এন্ডু কিশোর। ছেলে ও মেয়ে অস্ট্রেলিয়ায় অবস্থানের কারণে তাদের ফিরতে দেরি হওয়ায় আজ শিল্পীর মরদেহ সমাহিত করার সিদ্ধান্ত নেয় পরিবার।
সান নিউজ/ বি.এম.