বিনোদন ডেস্ক: রণবীর সিংয়ের একটি ফটোশুট নিয়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা মন্তব্যে তিনি সমাজের লিঙ্গবৈষম্যের দিকে আঙুল তুলেছেন।
আরও পড়ুন: নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়
এর আগে গত শুক্রবার (২২ জুলাই) একটি ম্যাগাজিনের জন্য করা ফটোশুটটিতে পুরোপুরি নগ্ন অবস্থা হাজির হয়েছেন অভিনেতা রণবীর সিং, যা নিয়ে তার ভক্ত থেকে শুরু করে মত দিয়েছেন বিনোদন দুনিয়ার তারকাও।
পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মিমি লিখেছেন, ‘রণবীর সিংয়ের সাম্প্রতিক ফটোশুট নিয়ে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। বেশির ভাগই তার এই সাহসী ফটোশুটের প্রশংসা করছেন। কিন্তু তিনি যদি নারী হতেন, তাহলে কি একইরকম প্রতিক্রিয়া হতো।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
এখানেই শেষ নয়, এ ধরনের নগ্ন ফটোশুট কোনো অভিনেত্রী করলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো বলেন মনে করেন মিমি। তিনি বলেন, হয়তো তার বাড়ি পোড়ানো হতো, বিক্ষোভ হতো, মৃত্যুর হুমকি আসত। তাকে খারাপভাবে চিহ্নিত করা হতো।
তিনি আরও বলেন, নারী-পুরুষের সাম্য নিয়ে কথা বলা হয়। নারী যদি স্বেচ্ছায় নগ্ন হয়, তা হলে সে নিন্দিত। অথচ পুরুষের নগ্নতা প্রশংসার! এভাবে কোনো দিন নারীর ক্ষমতায়ন সম্ভব নয়।
আরও পড়ুন: ট্রেনের নিচে পড়েও বেঁচে গেছেন গৃহবধূ
এদিকে যাকে নিয়ে এত কথা, সেই রণবীর অবশ্য নগ্ন ফটোশুট নিয়ে অকপট বয়ান দিয়েছেন। তিনি বলেন, ‘শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি, কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’
সান নিউজ/কেএমএল