বলিউডে পৌঁছে গেছে ‘দিন-দ্য ডে’
বিনোদন

বলিউডে পৌঁছে গেছে ‘দিন-দ্য ডে’

সান নিউজ ডেস্ক : চিত্রনায়িকা বর্ষা এবং চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের পরিচালনায় ঈদুল আজহায় মুক্তি পাওয়া 'দিন: দ্য ডে' সিনেমা। । এসব কারণেই মূলত এই সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। সিনেমা প্রচারণায় হলে হলে যাচ্ছেন তারা।

আরও পড়ুন: ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

এবার বর্ষা দাবি করলেন, ‘দিন-দ্য ডে’ সিনেমার খবর পৌঁছে গেছে বলিউডেও। সেখান থেকে নাকি তার কাছে ফোন এসেছে।রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস-এ গতকাল বর্ষা সাংবাদিকদের জানান, বলিউডের ইনস্টাগ্রাম পেজ থেকে ফোন করে তার প্রশংসা করা হয়েছে।

বর্ষা বলেন, “বিগ বাজেটের সিনেমা এত সুপারহিট হয়েছে, যার জন্য আসলে প্রাউড করার মতো। কোনও একটা দেশে একটা ঘটনা ঘটলে কী হয়; সেটা সমালোচিত হোক আর আলোচিত হোক, সুপারহিট কোনও কিছু হলে, ব্লকবাস্টার কিছু হলে গেলে; যেমন বিদেশের নিউজ আপনারা করছেন, সেভাবে কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গেছে- বাংলাদেশে একটা সিনেমা হয়েছে ‘দিন : দ্য ডে’; তারা আমাদের নম্বর জোগাড় করে কল করেছে। দেখেন, ইন্ডিয়ার মতো জায়গার সাংবাদিকেরা আমাকে ফোন করে বলছে, ‘অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ’। আর কী পাওয়া।”

আরও পড়ুন: পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ

যদিও কে ফোন করেছেন, সেই তথ্য প্রকাশ করেননি বর্ষা। তাই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এছাড়া বলিউডকেন্দ্রিক কিছু ইনস্টাগ্রাম পেজ থেকে ‘দিন-দ্য ডে’ নিয়ে পোস্ট করা হয়েছে। কেউ কেউ বলছেন, এই কাজগুলো তারা অর্থের বিনিময়ে করে থাকে।

উল্লেখ্য, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন-দ্য ডে’। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এখানে বরাবরের মতো নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা