ফারহান-পড়শীর ‘শাদি মোবারক’
বিনোদন

ফারহান-পড়শীর ‘শাদি মোবারক’

সান নিউজ ডেস্ক : এবারের কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে পড়শী অভিনীত নতুন নাটক ‘শাদি মোবারক’। যেখানে তিনি জুটি বেঁধেছেন ছোটপর্দার সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

আরও পড়ুন: সমরাস্ত্র নিয়ে বাংলাদেশে আসার পথে বিমান বিধ্বস্ত

গত ১৪ জুলাই ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়। এরপর থেকে এটি দর্শকের ভালোবাসায় ভাসছে। তিন দিন না যেতেই ইউটিউবে ২৩ লাখের বেশি ভিউয়ার পেয়েছে নাটকটি। আর মন্তব্যের ঘরে জমা পড়েছে প্রায় ৬ হাজার কমেন্ট।

সেখানে নিলুফার ইয়াসমীন নামে একজন লিখেছেন, ‘অসাধারণ হইছে, দুজনের অভিনয়টা অনেক সুন্দর হইছে। কান্নাগুলো একদম রিয়েল মনে হইছে। আর রোমান্টিকতা মন ছুঁয়ে গেছে। পুরো নাটকটা অসাধারণ ছিলো।’ মো. সাগর নামে একজনের মন্তব্য, ‘নাটকটি দেখার সময় মনের অজান্তেই চোখ থেকে পানি পড়তে ছিল।’ মাসুম তালুকদার নামে একজনের ভাষ্য, ‘পুরো নাটকটি বাস্তব জীবনের গল্পে তৈরি। অসাধারণ অভিনয় ফারহান ভাই এবং পড়শী আপু।’

পড়শী বলেন, ‘এই নাটকে একজন প্রবাসীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি আমি। একজন প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গল্প এগিয়েছে নাটকটির গল্প। এরমধ্যে বাস্তবতা খুঁজে পাচ্ছেন দর্শক। সে জন্য সবাই গ্রহণও করছেন বেশ। সবার এত এত ইতিবাচক মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।’

আরও পড়ুন: আমরা হলাম রেফারি

অন্যদিকে ফারহান বলেন, ‘এই নাটকের গল্পের সঙ্গে প্রবাসীদের অনেক আবেগ জড়িয়ে আছে। নাটকের শেষে একটি সচেতনামূলক বার্তাও রয়েছে। এমন গল্পে আমার উপস্থিতি একেবারেই নতুন। দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। দর্শক কাঁদছে, ভাবছে-এটাই আমাদের প্রাপ্তি।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা