আইনি ঝামেলায় নয়নতারা
বিনোদন

আইনি ঝামেলায় নয়নতারা

সান নিউজ ডেস্ক: বিয়ের পরেই হাতে হাত রেখে তিরুপতি মন্দিরে পৌঁছেছিলেন এই নব তারকা দম্পতি। সেই মন্দির চত্বরে জুতা পরে প্রবেশ করেন তারা, আর তাতেই বাধে বিপত্তি।সদ্যই বেশ রাজকীয় আয়জনে বিয়ে সেরেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও তার দীর্ঘদিনের প্রেমিক পরিচালক বিগনেশ শিবান। আর এরইমধ্যে আইনি মামলায় জড়িয়ে পড়লেন এই নবদম্পতি।

আরও পড়ুন: আশা করি, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন

ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বিগনেশ জানিয়েছেন, ‘বিয়ের পর, আমরা বাড়ি না গিয়ে সোজা তিরুপতি মন্দিরে গিয়েছিলাম এবং এজুমালয়ানে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। এরপর মন্দির থেকে প্রচুর মানুষ বেরিয়ে এসে আমাদের ঘিরে ফেলে। তাই আমরা সেখান থেকে রওনা দিই। কিছুক্ষণ পর আবার এজুমালয়ান মন্দিরের সামনে আসি। আমরা তাড়াতাড়ি ফটোশুট শেষ করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ ভক্তরা আমাদের দেখলে আবার ঘিরে ফেলবে।’

একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এসবের মধ্যে আমরা পায়ের জুতোর দিকে নজর দিতে পারিনি। আমরা জুতা পরে হেঁটে ফেলেছি, আর ওই জায়গায় জুতা পরা নিষিদ্ধ ছিল। মন্দিরের নিয়ম লঙ্ঘনের জন্য ক্ষমাপ্রার্থী আমরা।’

এদিকে তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের চিফ ভিজিলেন্স সিকিউরিটি অফিসার নরসিংহ কিশোরের অভিযোগ, নয়নতারা জুতা পরেই মন্দির চত্বরে ঘুরে বেড়িয়েছেন। মাদা স্ট্রিটে জুতা পরে হাঁটার অভিযোগ ওঠায় প্রবল বিতর্ক শুরু হয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, ‘উনি (নয়নতারা) জুতা পরেই মাদা স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছিলেন। আমাদের নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখা মাত্র পদক্ষেপ করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে তারা (অভিনেত্রী এবং তার স্বামী) এখানে ছবি তুলছেন।’ উল্লেখ্য, তিরুপতি মন্দির চত্বরে ছবি তোলা নিষিদ্ধ।

ইতোমধ্যেই বোর্ডের তরফে বিষয়টি নিয়ে নয়নতারার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নরসিংহ কিশোরের কথায়, ‘আমরা নয়নতারার কাছে নোটিশ পাঠিয়েছি। তার সঙ্গে কথাও বলেছি। ভগবান বালাজির কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দেবেন অভিনেত্রী। প্রেসের কাছেও পৌঁছে দেবেন ওই ভিডিওটি। তবু আমাদের তরফ থেকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা